ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টেনেটুনে ১৩০ পর্যন্ত গেলো বিদায়ের পথে থাকা ঢাকা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

এই ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে। এমন গুরুত্বপূর্ণ লড়াইয়েও চ্যালেঞ্জ জানানোর মতো সংগ্রহ গড়তে পারলো না ঢাকা ডমিনেটর্স । রংপুর রাইডার্সের বোলিং তোপে ৮ উইকেটে ১৩০ রান করেছে নাসির হোসেনের দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকা ঢাকা একটা সময় একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল। ৭৫ রানে হারিয়েছিল ৬ উইকেট।

এরপর আরিফুল হকের ২৬ বলে ২৯, শরিফুল ইসলামের ১৩ বলে ১১ আর আমির হামজার ১১ বলে ১৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে কোনোমতে ১৩০ পর্যন্ত গেছে ঢাকা।

টপঅর্ডারের তিন ব্যাটার মোহাম্মদ মিঠুন (৫), সৌম্য সরকার (৩) আর নাসির হোসেন (২) দ্রুত সাজঘরে ফিরে গেলে ১১ রানের মধ্যে ৩ উইকেট হারায় ঢাকা। অ্যালেক্স ব্ল্যাক মারমুখী শুরু করেছিলেন, কিন্তু ইনিংস বড় করতে পারেননি (১১ বলে ১৮)।

চার নম্বরে নামা আবদুল্লাহ আল মামুন অনেকটা সময় ধরে খেলেন। কিন্তু তার ২৭ বলে ২৩ রানের ইনিংসটি মোটেই টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না।

রংপুরের পেসার আজমতউল্লাহ ওমরজাই ২২ রানে নেন ২টি উইকেট।

এমএমআর/এএসএম