ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাফ কথা বিসিবি সভাপতির

আয়ারল্যান্ড টেস্ট খেলেই আইপিএলে যেতে হবে সাকিব-লিটনকে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২৩ মার্চ ২০২৩

গত দুদিন ক্রিকেট পাড়ায় একটি গুঞ্জন, সাকিব আল হাসান ও লিটন দাস আইপিএল খেলার অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন বিসিবিকে। মনে হচ্ছিল, বিসিবি তাদের দ্রুতই ছাড়পত্র দিয়ে দেবে এবং আয়ারল্যান্ডের সাথে ৩১ মার্চ শেষ টি-টোয়েন্টি খেলেই আইপিএল খেলতে চলে যাবেন সাকিব ও লিটন।

সত্যিই কি তাই? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ যা বললেন, তাতে মনে হচ্ছে সাকিব ও লিটন আইপিএল খেলার অনুমতি পাবেন; তবে সেটা আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করার পর।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার পরে সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ শেষে বিসিবি সভাপতির কথায় একটি বার্তা সুস্পষ্ট। তিনি বুঝিয়ে দিয়েছেন, বিসিবি আগেভাগেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়ে দিয়েছে সাকিব ও লিটন কবে নাগাদ আইপিএল খেলতে যেতে পারেন।

পাপনের কথায় পরিষ্কার বোঝা গেছে, বিসিসিআইয়ের কাছে বিসিবির পাঠনো সেই বার্তায়ই বলে দেওয়া আছে সাকিব ও লিটনকে আয়ারল্যান্ডের সাথে টেস্ট সিরিজের আগে আইপিএল খেলার অনুমতি দেওয়া হবে না।

সেই প্রসঙ্গে আজ পাপন বলেন, ‘দেখেন সাকিব ও লিটনের আইপিএল খেলার অনুমতি প্রসঙ্গে আমার কাছে জানতে চাইলে আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলেছি, একটাই উত্তর দিয়েছি। আইপিএলে নিলামে ওদেরকে যখন ডাকা হয়, তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখন এভেইলেবল। আমরা ওদেরকে দিয়ে দিয়েছি। এবং এটা জেনেই ওরা তাদের নিলামে নিয়েছে।’

‘এরপর আর কোনো কিছু যদি চেঞ্জ হয়, তাহলে তো আমরাই বলব আপনাদেরকে। আমাদের এখন পর্যন্ত কোন চেঞ্জ আসেনি এখানটায়। আমাদের যেটা ছিল তাই আছে’-যোগ করেন পাপন।

সেটা কী ছিল? তাহলে কি বাংলাদেশের খেলার সময় সাকিব ও লিটনকে আইপিএলে দেওয়া হবে না? পাপনের উত্তর, ‘বাংলাদেশের খেলার সময় আমি কোন অপশনই দেখি না। যদি এমন হতো, ওদেরকে আমরা বলেছি যে ভেবেচিন্তে দেখতেও পারি। তাহলে সন্দেহ থাকতো। আমরা তো পরিষ্কার বলেই দিয়েছি। আমরা এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি। সিদ্ধান্ত বদল হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। সত্যি কথা বলতে, যদি কখনও সিদ্ধান্ত বদল হয় আপনাদেরকে আগেই জানাব। তবে এখনও আগের সিদ্ধান্তই বহাল আছে।’

এআরবি/এমএমআর/জেআইএম