‘আউট করে মনে হয় ও মন খারাপ করবে, তাই উদযাপন করি না’

বয়সে তরুণ, টগবগে রক্ত। এই বয়সে বাঁধভাঙা উচ্ছ্বাস থাকবে, এটাই স্বাভাবিক। উইকেট পেলে আজকালকার বোলাররা কত রকম না অঙ্গভঙ্গি করেন! হাসান মাহমুদ এই জায়গায় অনেক বেশি শান্ত, ভদ্র।
উইকেট পাওয়ার পর তিনি উদযাপন করেন না বললেই চলে। শুধু একটু হাত নাড়াতে বা মুখে হাসি ফুটতে দেখা যায়, এইটুকুই! কেন উইকেট পেলে উদযাপন করেন না টাইগার পেসার? উত্তরটা শুনলে তার প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যাবে আরও। তিনি যে শুধু নিজের কথা না, ব্যাটারের কথাও ভাবেন!
বৃহস্পতিবার খেলা শেষে হাসান মাহমুদের উদযাপন না করার কারণ জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে হাসান বলেন, ‘ব্যাটসম্যানকে আউট করে সেলিব্রেশন করলে মনে হয় ও আরেকটু মন খারাপ করবে, তাই সেলিব্রেট করি না।’
২০২০ সালের ২০ জানুয়ারিতে শেরে বাংলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৩ উইকেট পেয়েছেন ২৮ রানে। সেটিই ছিল এতদিন তার ক্যারিয়ারসেরা। অষ্টম ওয়ানডেতে এসে পেয়ে গেলেন ফাইফারের দেখাও।
হাসান জানালেন, শুধু একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, তার ক্যারিয়ারে ৫ উইকেট এবারই প্রথম। ঘরোয়া ক্রিকেটেও আগে কখনও ফাইফারের দেখা পাননি তরুণ ফাস্টবোলার।
তবে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়ে যে আকাশে ভাসছেন, এমনটাও নয়। হাসান মাহমুদের পরিণত কথা, ‘আরও যারা পেস বোলার আছে, বিগত কয়েকদিন ধরে অনেক পরিশ্রম করছি অ্যালান ডোনাল্ডের (পেস বোলিং কোচ) সঙ্গে। সবার সাথে সবার কানেকশন আছে। আমরা চেষ্টা করছি এটা আরও কিভাবে উন্নতি করা যায়।’
এআরবি/এমএমআর/জেআইএম