ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতের অখ্যাত রবি তেজার উইলোতে কুপোকাত প্রাইম ব্যাংক

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৭ মার্চ ২০২৩

এ লিগে একসময় ওয়াসিম আকরাম, অর্জুনা রানাতুঙ্গা, সনাথ জয়সুরিয়া, সেলিম মালিক, ইজাজ আহমেদ, শহিদ আফ্রিদি, অজয় জাদেজার মত বিশ্বমানের তারকারা খেলতেন। এবার সেই ঢাকা প্রিমিয়ার লিগে ভিনদেশি কোটায় যার খেলছেন, তাদের অনেকের হয়তো আগে নামও শুনেননি এ দেশের ক্রিকেটপ্রেমীরা।

বেশিরভাগই ভারতীয়, যাদের প্রায় ৯৫ ভাগ কখনও ভারতের মূল দলে খেলেননি। তারই একজন তালুকাপাল্লি রবি তেজা। হায়দরাবাদের এ ২৮ বছর বয়সী ক্রিকেটার ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫টি ম্যাচ খেলেছেন। দুটি সেঞ্চুরিও আছে।

এবার তিনি সেঞ্চুরি করলেন ঢাকা প্রিমিয়ার লিগেও। আজ (সোমবার) ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুধু শতরানই করেননি। তার ব্যাটে ম্লান দেশের দুই শীর্ষ উইলোবাজ তামিম ও মুশফিক।

রবি তেজার ৯২ বলে সমান ৫টি করে চার ও ছক্কায় সাজানো ১০১ রানের ইনিংসে তামিম-মুশফিকের দল প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫ উইকেটের দারুণ জয় পেয়েছে গাজী গ্রুপ।

তলানিতে ঠেকা মোহামেডানের বিপক্ষে আগের ম্যাচে শতরান করলেও আজ গাজী গ্রুপের বিপক্ষে কিছু করতে পারেননি দেশের এক নম্বর ওপেনার তামিম। ৩৬ বলে ১৫ করে আউট হয়েছেন এ বাঁহাতি ওপেনার।

মুশফিক অবশ্য রান পেয়েছেন। ৭৮ বলে ৬ বাউন্ডারিতে ৭৪ রানের বড় ইনিংস উপহার দিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটার। কিন্তু তাতে লাভ হয়নি। প্রাইম ব্যাংক থেমেছে ২০৪ রানে।

২০৫ রানের টার্গেট সামনে রেখে মূলত টি রবি তেজার আক্রমণাত্মক উইলোবাজিতেই ৬৪ বল আগে জয় তুলে নেয় গাজী গ্রুপ। টানা ৪ ম্যাচ জেতার পর প্রাইম ব্যাংকের এটা প্রথম হার।

সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক: ৪৬.৪ ওভারে ২০৪/১০ (শাহাদাত দিপু ১৬, তামিম ইকবাল ১৫, মিঠুন ১, নাসির ২৫, মুশফিকুর রহিম ৭৪, আদিল আমিন ৮, ইয়াসির আলী চৌধুরী ৪৮, অলক কাপালি ০, তাইজুল ০, রেজাউর রহমান রাজা ৩, রুবেল হোসেন ২; নিহাদউজ্জামান ৩/৩৬, এনামুল ২/৩৪, হাবিব মেহেদি ২/৩৫, কাজী অনিক ২/৩৭)

গাজী গ্রুপ: ৩৯.২ ওভারে ২০৮/৫ (মেহেদি মারুফ ০, হাবিবুর রহমান সোহান ৭, মাহমুদুল হাসান ৪৫, টি রবি তেজা ১০১, আকবর আলী ৫ অপরাজিত, আনামুল হক ২৫ অপরাজিত; তাইজুল ৩/৩৬)

ফল: গাজী গ্রুপ ৫ উইকেটে জয়ী।

এআরবি/এমএমআর/এমএস