ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বিফলে পারভেজ ইমনের ঝোড়ো সেঞ্চুরি

মাশরাফির দলকে প্রথম হারের স্বাদ দিলো রূপগঞ্জ টাইগার্স

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৩

প্রথম সেশনে সেঞ্চুরি করেছেন রূপগঞ্জ টাইগার্স ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না (১০৯ বলে ১০ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০০)। দ্বিতীয় সেশনে তার চেয়ে আক্রমণাত্মক শতক উপহার দিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের এর বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন।

কিন্তু ইমনের ৯৯ বলে সমান ৭টি করে বাউন্ডারি ও ছক্কায় সাজানো ১১১ রানের ঝোড়ো ইনিংসটি গেছে বিফলে। বাকি ব্যাটারদের মধ্যে ভারতের চেরাগ জানি (১১৫ বলে ৯৪) প্রাণপণ লড়েও মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জকে জেতাতে পারেননি। ২৫ রান পেছনে থেকেই ম্যাচ শেষ করে মাশরাফির দল। এবারের লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের এটা প্রথম পরাজয়।

সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ টাইগার্স: ৫০ ওভারে ২৮৭/৫ (ইমতিয়াজ হোসেন তান্না ১০০, নাইম ইসলাম ৬৬, অংকিত নট আউট ৬৫, শামীম পাটোয়ারী ২৩; মাশরাফি বিন মর্তুজা ২/৫১, আব্দুল হালিম ২/৫৪, চেরাগ জানি ১/৫০)।

লিজেন্ডস অফ রুপগঞ্জ: ৪৮.২ ওভারে ২৬২/১০ (পারভেজ হোসেন ইমন ১১১, সাব্বির রহমান ৫, চেরাগ জানি ৯৪, তানভীর হায়দার ১৪, মাশরাফি ৬; নাসুম আহমেদ ৩/৪৪, মুকিদুল ইসলাম মুগ্ধ ৫/৪০)

ফল: রূপগঞ্জ টাইগার্স ২৫ রানে জয়ী।

এআরবি/এমএমআর/এএসএম