ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

মোস্তাফিজই খেলায় ফেরালেন, মোস্তাফিজই হতাশ করলেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১২ এপ্রিল ২০২৩

১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর রোহিত শর্মার ব্যাটে ঝড় দেখে সবাই ধরে নিয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্স সহজেই জিতে যাবে; কিন্তু শেষদিকে এসে ম্যাচটা বেশ ভালোভাবেই জমিয়ে তুলেছিলো দিল্লি ক্যাপিটালস।

শেষ চার ওভারে মুম্বাইয়ের প্রয়োজন ৩৪ রান। ১৭তম ওভারের বল করার জন্য মোস্তাফিজের হাতেই বল তুলে দেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সানরাইজার্সকে যেবার চ্যাম্পিয়ন করিয়েছিলেন ওয়ার্নার, তখন তার হাতে তুরুপের তাস ছিলেন মোস্তাফিজ। স্লগ ওভারে প্রতিপক্ষের রানের চাকা থামিয়ে দিয়ে কত যে ম্যাচ জিতিয়েছিলেন বাংলাদেশের বাঁ-হাতি কাটার মাস্টার, সে অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইলেন ওয়ার্নার।

কিন্তু তিনি হয়তো জানেন না, মোস্তাফিচের সেই ধার অনেকটা কমে গেছে। ১৭তম ওভারে বল করতে এসে অবশ্য ভয়ঙ্কর হওয়া ব্যাটার রোহিত শর্মাকে আউট করেন তিনি। ৪৫ বলে ৬৫ রান করে বিদায় নেন রোহিত।

তবে ওই ওভারের প্রথম এবং শেষ বলে দুটি বাউন্ডারিতে হজম করেন ৮ রান। রোহিতকে আউট করে মাত্র ৮ রান দেয়ার পর ম্যাচে অনেকটাই ফিরে আসে দিল্লি। তাদের জয়ের সম্ভাবনাও জেগে ওঠে।

১৮তম ওভার করলেন অ্যানরিখ নরকিয়া। তিনি দিয়েছেন ৬ রান। দুই ওভার থেকে মুম্বাই নিতে পারলো কেবল ১৪ রান। শেষ দুই ওভারে প্রয়োজন ২০ রান। ম্যাচটা মুম্বাইর জন্য কঠিনই হয়ে গেলো।

ওয়ার্নার ১৯তম ওভার করার জন্য বল দিলেন মোস্তাফিজকেই। এই একটি ওভারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মোস্তাফিজ এই ওভারে এসেই বেধড়ক মার খেলেন। তার এই এক ওভারেই দিল্লির পরাজয় নির্ধারণ হয়ে যায়। প্রথম তিন বলে দিয়েছিলেন ২ রান। চতুর্থ বলেই খেলেন ছক্কা। পরের বলে ১ রান। শেষ বলে আবারও ছক্কা।

গুরুত্বপূর্ণ এক ওভারেই ১৫ রান তুলে নিলো মোস্তাফিজের কাছ থেকে। ২ ওভারে যেখানে ২০ রান প্রয়োজন ছিল মুম্বাইয়ের, সেখানে শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৫ রান। ১৯তম ওভারে যদি মোস্তাফিজ এতগুলো রান দিতেন, তাহলে নিশ্চিত জয় পেতো দিল্লিই। কারণ, শেষ ওভারে প্রয়োজনীয় ৫ রান তুলতেও শেষ বল পর্যন্ত খেলতে হয়েছিলো মুম্বাইকে।

আইএইচএস/