মোস্তাফিজের বাজে বোলিংয়ের ম্যাচে টানা পঞ্চম হার দিল্লির
আগের ম্যাচে ভালো বোলিং করেছিলেন। তবে তার ভালো বোলিং ছাপিয়ে আলোচনায় চলে আসে দুটো ভুল ডেলিভারি। মোস্তাফিজুর রহমান তার শেষ ওভারে যে দুটো ছক্কা হজম করে বসেন, তাতেই জয়ের কাছাকাছি এসে হেরে যায় দিল্লি ক্যাপিটালস।
এবার মোস্তাফিজ একটি দুটি ডেলিভারি ভুল করলেন না, পুরো ইনিংসেই ভুলভাল বোলিং করলেন। এমনই মার খেলেন, তাকে দিয়ে পুরো ৪ ওভারের কোটা পূরণ করার সাহস পেলেন না দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
৩ ওভারে মোস্তাফিজ পেলেন না উইকেটের দেখা। দিলেন ৪১ রান। মানে ওভারপ্রতি খরচ ১৩.৬৬! টাইগার পেসারের এমন বাজে বোলিংয়ের দিনে হেরেছে তার দলও।
প্রথমে ব্যাট করে বিরাট কোহলির ফিফটিতে ৬ উইকেটে ১৭৪ রান তুলেছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। জবাবে মনিশ পান্ডের হাফসেঞ্চুরির পরও ৯ উইকেটে ১৫১ রানের বেশি করতে পারেনি দিল্লি, হেরেছে ২৩ রানে। দিল্লির এটি টানা পঞ্চম হার।
মোস্তাফিজ যেমন বোলিং করলেন, এরপর তার দলে জায়গা পাওয়া কঠিনই হবে। কেননা তার বাজে বোলিংয়ের কারণে পুরো ওভার কোটা পূরণ করেননি অধিনায়ক।
এরপর ব্যাটিংয়েও মোস্তাফিজকে সুযোগ দেয়নি দিল্লি। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম কাজে লাগিয়ে একজনকে বদলানো যায়। দিল্লি মোস্তাফিজকেই বদলেছিল। টাইগার পেসারের বদলে নামানো হয় ব্যাটার পৃথ্বি শকে। পৃথ্বি অবশ্য শূন্য রানেই সাজঘরে ফেরেন।
দিল্লি ২ রানে ৩ উইকেট হারিয়ে রান তাড়ার শুরুতেই ধাক্কা খায়। মনিশ পান্ডে ৩৮ বলে ফিফটি (৫০) করলেও শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারেনি দিল্লি। আরও একটি লজ্জার হারই সঙ্গী হয়েছে তাদের।
এমএমআর/জেআইএম