ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

গুজরাটকে ১৮০ রানের লক্ষ্য দিলো কেকেআর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৯ এপ্রিল ২০২৩

আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের ব্যাট অবশেষে জ্বলে উঠলো। তার জ্বলসে ওঠা ব্যাটে যদিও খুব বড় স্কোর গড়তে পারেনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবুও যে স্কোর দাঁড়িয়েছে, সেটা বেশ চ্যালেঞ্জিং।

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭৯ রান। ২০৭.৬৯ স্ট্রাইক রেটে ৩৯ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন রহমানুল্লাহ গুরবাজ। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৭টি।

গুজরাট অধিনায়ক পার্দিক পান্ডিয়া টস জিতে বেছে নেন ফিল্ডিং। ব্যাট করতে পাঠান কেকেআরকে। ব্যাট করতে নেমে দুই ওপেনার নারায়ন জগদিশান এবং রহমানুল্লাহ গুরবাজ মিলে শুরু থেকেই ঝড় তোলার চেষ্টা করেন। যদিও ১৫ বলে ১৯ রান করে আউট হয়ে যান জগদিশান।

দলীয় ২৩ রানে পড়ে প্রথম উইকেট। তিন নম্বরে ব্যাট করতে নামা শার্দুল ঠাকুর ৪ বলে আউট হয়েছেন কোনো রান না করেই। তবে, তিনি একপাশে দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিলেন বেশ কিছুক্ষণ। অন্যপাশে ঝোড়ো ব্যাটিং করতে থাকেন রহমানুল্লাহ গুরবাজ। ৪৭ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।

ভেঙ্কটেশ আয়ার ১৪ বলে খেলেন ১১ রানের ইনিংস। ৩ বলে ৪ রান করেন নিতিশ রানা। ২০ বলে ১৯ রান করেন রিঙ্কু সিং। ১৯ বলে ৩৪ রান করেন আন্দ্রে রাসেল।

আইএইচএস/