ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

হেসে-খেলেই কলকাতাকে হারিয়ে শীর্ষে গুজরাট

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৩

নিজেদের মাঠে গুজরাট টাইটান্সের সামনে বড় ধরনের কোনো চ্যালেঞ্জই তৈরি করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে কলকাতার ছুঁড়ে দেয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নামার পর মনেই হয়নি গুজরাট হারতে পারে। বরং, বর্তমান চ্যাম্পিয়ন দলটির ব্যাটাররা হেসে-খেলেই ১৩ বল হাতে রেখে ৭ উইকেটের ব্যবধানে লক্ষ্যে পৌঁছে যায়।

কেকেআরের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে গেছে গুজরাট টাইটান্স। ৮ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে অন্যদের চেয়ে এগিয়ে রইলো হার্দিক পান্ডিয়ার দল। সমান ম্যাচে ১০ পয়েন্ট করে রয়েছে তিন দলের। রাজস্থান রয়্যালস, লখনৌ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংস।

কলকাতার ছুঁড়ে দেয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখি ছিল গুজরাট। যদিও ঋদ্ধিমান সাহা ১০ বলে ১০ রান করে শুরুতেই আউট হয়ে যান। হার্দিক পান্ডিয়া ২০ বলে করেন ২৬ রান। আরেক ওপেনার শুভমান গিল ৩৫ বলে ৪৯ রান করে আউট হন। ৮টি বাউন্ডারির মার মারেন তিনি।

তবে সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং করেন বিজয় শঙ্কর। ২৪ বলে ৫১ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। ২টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৫টি। ১৮ বলে ৩২ রান করেন ডেভিড মিলারও। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট টাইটান্স।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও কলকাতার সংগ্রহ দাঁড়ায় ১৭৯ রান। ৩৯ বলে ৮১ রান করেছিলেন গুরবাজ।

আইএইচএস/