ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

শাহাদাত দিপু আর জাকির হাসানের জোড়া সেঞ্চুরি বড় জয় প্রাইম ব্যাংকের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০১ মে ২০২৩

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, ইয়াসির আলীর মত নামী ও প্রতিষ্ঠিত ব্যাটাররা জাতীয় দলের অ্যাসাইনমেন্টের কারণে দলে নেই। তাতে কি? দুই ওপেনার শাহাদত হোসেন দিপু আর জাকির হাসান সব ঘাটতি পুষিয়ে দিলেন।

এ দু’জনের জোড়া সেঞ্চুরিতে আজ সোমবার বিকেএসপি মাঠে নিকট প্রতিদ্বন্দ্বী লিজেন্ডস অব রূপগঞ্জকে ১৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার লিগে শুভ সূচনা করেছে প্রাইম ব্যাংক।

শাহাদাত হোসেন দিপু ১১৯ বলে ১০৪ রান করেছেন। আর জাকির হাসানের ব্যাট থেকে বেরিয়ে এসেছে ১০৬ বলে ১০৬ রান। কাকতালীয়ভাবে প্রাইম ব্যাংকের হয়ে ইনিংস ওপেন করা দিপু (১০ টি) ও জাকির (১৩টি) শুধুই বাউন্ডারি হাঁকিয়েছেন। কারো সেঞ্চুরিতে কোন ছক্কা নেই।

এ দুজনার জোড়া শতকে প্রথম উইকেটে ৩৬.১ ওভারে ২২২ রানের বিরাট পার্টনারশিপ পায় মোহাম্মদ মিঠুনের দল। এরপর আল আমিন জুনিয়র ২৭ বলে ৮ বাউন্ডারি ও এক ছক্কায় ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেললে প্রাইম ব্যাংকের স্কোর গিয়ে ঠেকে ৮ উইকেট হারিয়ে ৩৩০ রানে।

জবাবে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে যায়।

প্রাইম ব্যাংক: ৩৩০/৬, ৫০ ওভার (শাহাদাত ১১৯ বলে ১০৪, জাকির হাসান ১০৬ বলে ১০৬, আল আমিন ২৭ বলে ৫৬; চিরাগ জানি ৩/৩৯, আব্দুল হালিম ২/৭২, আল আমিন হোসেন ১/৪৩, মাশরাফি ০/৬৭)।

লিজেন্ডস অব রূপগঞ্জ: ১৫৭/১০, ৩৮.৩ ওভার (সাব্বির রহমান ২০, আশিক ৩৬, চিরাগ জানি ৩৮, মাশরাফি ০, এস কে মাহাদি হাসান ২/২৮, রুবেল হোসেন ২/৩১; নাসির ২/২২, কাশিফ ভাট ১/৩৬, মইনুল ১/৩, অলক কাপালি ১/১)।

ফল: প্রাইম ব্যাংক ১৭৩ রানে জয়ী।

এআরবি/আইএইচএস