ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বল হাতে চমক দেখিয়ে আবাহনীকে জেতালেন এক পাকিস্তানি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:২৫ পিএম, ০৪ মে ২০২৩

আগের খেলায় লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার শাহাদাত হোসেন দিপু আর জাকির হাসানের জোড়া শতকে রানপাহাড় গড়েছিল প্রাইম ব্যাংক। দেখার বিষয় ছিল, আজ আবাহনীর দেওয়া ২৮৬ রানের চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে কিনা মোহাস্মদ মিঠুনের দল।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সে চ্যালেঞ্জ নিতে পারেনি মোহাম্মদ সালাউদ্দীনের শিষ্যরা। পেসার তানজিম সাকিব, বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও অধিনায়ক মোস্তাফিজু রহমানের মতো আবাহনীর ফ্রন্টলাইন বোলাররা নয়; প্রাইম ব্যাংক ব্যাটাররা ধরাশায়ী হয়েছেন এমন এক বোলারের কাছে, যিনি মূলত ব্যাটার। সঙ্গে পার্টটাইম স্পিনার।

১০টি ওয়ানডে খেলায় খুশদিলের উইকেট মোটে দুটি। আর ২৪টি-টোয়েন্টি ম্যাচে নামের পাশে কোনো উইকেটই নেই পাকিস্তানের এ ২৮ বছর বয়সী ক্রিকেটারের। সবচেয়ে বড় কথা, প্রথম শ্রেনির ও লিস্ট 'এ'তেও আগে কখনো ৫ উইকেট পাননি খুশদিল।

আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিজের ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট দখলের কৃতিত্ব দেখালেন খুশদিল। তার আজকের ম্যাচ ফিগার দাঁড়ায় ৪৯ রানে ৬ উইকেট। আর সেই বোলিয়ে আবাহনী পায় ৪২ রানের জয়।

প্রাইম ব্যাংক ব্যাটাররা খুশদিলের সাধারণ মানের বাঁহাতি স্পিনের বিপক্ষে অকাতরে উইকেট দিয়ে এসেছেন। দুই ওপেনার শাহাদাত দিপু আর জাকির হাসান ছাড়া প্রতিষ্ঠিত ব্যাটারদের ৫ জন খুশদিলের শিকার। অধিনায়ক মিঠুন, নাসির হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল ও আল আমিন জুনিয়র আর শেখ মাহদি আউট হন খুশদিলের বলে।

আগের ম্যাচে মোহামেডানের সাথে সুবিধা করতে না পারা সাইফউদ্দীনের বদলে এ খেলায় ১১ জনে জায়গা পাওয়া রিপন মন্ডল শুরুতে ওপেনার শাহাদাত দিপুকে ফিরিয়ে প্রাইম ব্যাংককে পেছনের পায়ে ঠেলে দেন। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে আগের খেলার সেঞ্চুরি হাঁকানো জাকির হাসান কিছুক্ষণ চেষ্টা করেছেন সে ঘাটতি কাটাতে।

কিন্তু লম্বা ইনিংস না খেলে একটু বেশি ছটফট করে নিজের বিপদ ডেকে আনলেন জাকির। বেশ আস্থা ও আত্মবিশ্বাসে পঞ্চাশে পৌঁছে (৫৪ বলে ৫১) তুলে মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন জাকির। লেগস্পিনার রিশাদ হোসেন তাকে ফিরিয়ে দেন। লং অনে জাকিরের ক্যাচ নেন আবাহনীর সেঞ্চুরিয়ান আফিফ।

এরপর মড়ক লাগে। শুরু হয় আসা যাওয়ার পালা। সে পর্বের নায়ক আবাহনীর পাকিস্তানী রিক্রুট খুশদিল শাহ। এ পাকিস্তানি বাঁহাতি স্পিনারের বলে একের পর এক আউট হন মিঠুন (২৬ বলে ১৬), নাসির (০), আল আমিন জুনিয়র (৮), নাবিল (৭৪ বলে ৫৭) আর শেখ মাহদি (২৪ বলে ২৬)।

শেষদিকে একপেশে হয়ে পড়া ম্যাচে খানিক প্রতিরোধ গড়ে ব্যবধান কমান অলক কাপালি (৪০ বলে অপরাজিত ৪০)। ৪৫.৪ ওভারে ২৪৩ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক।

এআরবি/এমএমআর/জেআইএম