ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

সুপার লিগে প্রথম ম্যাচে চমকের পর

মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে হার গাজী গ্রুপের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৪ মে ২০২৩

রাউন্ড রবিন লিগের মতো সুপার লিগেও প্রথম খেলায় চমক উপহার দিয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথম খেলায় তারকায় ঠাসা মোহামেডানের বিপক্ষে হিমালয়সম স্কোর গড়ে বিরাট জয়ে এবারের প্রিমিয়ার লিগ শুরু করেছিল আকবর আলীর দল।

তারপর সুপার লিগের প্রথম ম্যাচে পয়েন্ট তালিকায় যৌথভাবে শীর্ষে থাকা শেখ জামালকে মাত্র ৮৯ রানে অলআউট করে ৭ উইকেটের জয়ে উড়ন্ত সূচনা করে মিজানুর রহমান বাবুলের শিষ্যরা।

কিন্তু সুপার লিগের দ্বিতীয় খেলায়ই ছন্দপতন। আজ শেরে বাংলা স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৪ উইকেটে হেরে গেছে গাজী গ্রুপ।

পরিণত ও প্রতিষ্ঠিত ব্যাটার ফরহাদ হোসেন (৯৭ বলে ৭৭) আর দুই তরুণ মেহরাব (৭০ বলে ৭৭) আর পেস বোলিং অলরাউন্ডার এনামুল হকের ঝোড়ো উইলোবাজিতে (৩১ বলে ৪৯) ২৬৫ রানের লড়াকু পুঁজি গড়েও শেষরক্ষা হয়নি গাজী গ্রুপের।

ওপেনার পারভেজ ইমন (৫৪ বলে ৫৭), ভারতের চেরাগ জানি (৭৩ বলে ৮১) ও শেষ দিকে তিন বোলার মুকতার, তানবির হায়দার এবং সোহাগ গাজীর দৃঢ়তায় ১৭ বল আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মাশরাফি বিন মর্তুজার দল।

সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ: ৫০ ওভারে ২৬৫/৯ (হাবিবুর সোহান ৩, অমিত ৭, ফরহাদ হোসেন ৭৭, মেহরাব ৭৭, এনামুল হক ৪৯, জয়নাল ১৪; তানবির হায়দার ৪/৩৭, আল আমিন হোসেন ২/২৫, মুক্তার আলী ১/২১, মাশরাফি ০/৬৫)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৭.১ ওভারে ২৬৯/৬ (মুনিম শাহরিয়ার ২৪, পারভেজ হোসেন ইমন ৫৭ , সাব্বির রহমান ১৪ , ইরফান শুক্কুর ২৩, চেরাগ জানি ৮১ , মুক্তার আলী ২০, তানবির হায়দার অপরাজিত ১৯, সোহাগ গাজী অপরাজিত ১৩; টিপু সুলতান ২/৪১, মাহমুদুল হাসান ২/৬৩, এনামুল হক ১/৪৫, জয়নাল ১/৩৯)

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৪ উইকেটে জয়ী।

এআরবি/এমএমআর/জেআইএম