এইচপিতে উপেক্ষিত একঝাঁক সম্ভাবনাময় তরুণ
আগামীকাল বুধবার থেকে এইচপির যে ট্রেনিং ক্যাম্প শুরু হচ্ছে, তাতে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিজয়ী দলের একঝাঁক ক্রিকেটার। অধিনায়ক আকবর আলী, দুই ওপেনার তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, সাহাদাত হোসেন দিপু, শামীম পাটোয়ারী, মৃত্যুঞ্জয় চৌধুরী- সবাই আছেন।
এর সঙ্গে কিছু সম্ভাবনাময় তরুণও আছেন। পরেরবার যুব বিশ্বকাপে ভাল খেলা আইচ মোল্লাও বিবেচনায় এসেছেন। লেগস্পিনার রিশাদ, এবারের প্রিমিয়ার লিগে দারুণ বোলিং করা হাসান মুরাদ এবং নজরকাড়া আরেক স্পিনার টিপু সুলতানও এইচপির ক্যাম্পের জন্য বিবেচনায় এসেছেন।
তবে প্রিমিয়ার লিগে বেশ ভাল খেলেও নির্বাচকদের মন কাড়তে পারেননি বেশ কয়েকজন তরুণ। সে বিবেচনার বাইরে থাকাদের তালিকায় আছেন একঝাঁক মেধাবি ও প্রতিশ্রুতিবান তরুণ।
যে তালিকায় ব্রাদার্স ইউনিয়নের তরুণ ব্যাটার সাব্বির হোসেন (১১ ম্যাচে এক সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে ৩৯.৭২ গড় এবং ৯৬.০৪ স্ট্রাইকরেটে ৪৩৭ রান), আনিসুল ইমন (১০ ম্যাচে ১ শতক ও ২ অর্ধশতকে ৩৫১), গাজী গ্রুপের এসএম মেহরাব (১৪ ম্যাচে ১১ বার ব্যাট করে ৪ হাফ সেঞ্চুরি ৪১.১১ গড় ও ৯১.১৩ স্ট্রাইকরেটে ৩৭০ রান) এবং গাজী গ্রুপের হাবিবুর রহমান সোহান (১৫ ম্যাচে রান ৩১৪, তবে স্ট্রাইকরেটে পুরো প্রিমিয়ার লিগে সবার চেয়ে বেশি, ১২৭.১২)।
অন্যদিকে বোলারদের মধ্যে সিটি ক্লাবের পেসার রবিউল হক (১১ ম্যাচে ২৩ উইকেট), শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বাঁ-হাতি স্পিনার আরিফ আহমেদ (১৬ ম্যাচে ২১ উইকেট) প্রায় খেলায় সমীহ জাগানো বোলিং করেও উপেক্ষিত।
এইচপিতে ডাক পাওয়ারা হলেন
ব্যাটার: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, সাহাদাত হোসেন দিপু, শামিম পাটোয়ারী, আইচ মোল্লা, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, আব্দুল্লাহ আল মামুন।
স্পিনার: রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, নাইম আহমেদ, টিপু সুলতান, নাইম হোসেন শাকিব।
পেসার: নহিদ রানা, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসান, রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, আসাদুল্লাহ হিল গালিব।
উইকেটকিপার: আকবর আলী, প্রিতম কুমার।
এআরবি/আইএইচএস