ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

আবার ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ‘এ’ দল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:০১ পিএম, ২৩ মে ২০২৩

সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ৪ দিনের ম্যাচে আবারও ব্যাটিং বিপর্যায়ে বাংলাদেশ ‘এ’ দল। আজ মঙ্গলবার বৃষ্টিভেজা প্রথমদিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ৫ উইকেটে ১৭৫ রান করেছে আফিফ হোসেন ধ্রুব‘র বাংলাদেশ ‘এ’ দল।

সিলেটে হওয়া প্রথম ম্যাচের প্রথম ইনিংসে তবুও সাইফ হাসান ঝড়ের গতিতে ৯৫, অধিনায়ক আফিফ ও ওপেনার জাকির চল্লিশের ঘরে পা রেখেছিলেন। পরের ইনিংসে সাদমান আর জাকের আলী অনিকও দৃঢ়তা দেখিয়েছেন; কিন্তু আজ দ্বিতীয় ম্যাচের প্রথমদিন সেভাবে কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি।

ওপেনার জাকির হাসান (১৮), ওয়ানডাউন সাইফ হাসান (৩১), নাইম শেখ (৫) ও অধিনায়ক আফিফ (৩৭) এবং কিপার ইরফান শুক্কুর (২১) ফিরে গেছেন। সাহাদাত হোসেন দিপু ১৮ আর অফস্পিনার নাইম হাসান ১২ রানে ব্যাট করছেন। অপর ওপেনার সাদামান ১১ রানে ব্যাথা পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে।

বাংলাদেশ ‘এ’, প্রথম ইনিংস: ১৭৫/৫, ৪৯ ওভার (জাকির হাসান ১৮, সাদমান ইসলাম ১১, সাইফ হাসান ৩১, নাইম শেখ ৫, সাহাদাত হোসেন দিপু ব্যাটিং ১৮, আফিফ হোসেন ধ্রুব ৩৭, ইরফান শুক্কুর ২১, নাইম হাসান ব্যাটিং ১২; জর্ডান ২/২৪, কেভিন সিক্লেয়ার ২/৩৭)।

এআরবি/আইএইচএস