ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

নারী লিগে প্রথম দিনই জ্যোতির সেঞ্চুরি

মোহামেডান রূপালী ব্যাংক আর বিকেএসপির শুভসূচনা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৫ মে ২০২৩

ঢাকার নারী প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম দিনই অনবদ্য সেঞ্চুরির করলেন জাতীয় দলের অধিনায় নিগার সুলতানা জ্যোতি। আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গুলশান ইয়ুথের বিপক্ষে মাত্র ৭৬ বলে এক ডজন বাউন্ডারিতে ১০০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন রূপালী ব্যাংক ওপেনার।

জ্যোতির ওপেনিং পার্টনার ফারজানা হক পিংকিও সেঞ্চুরির খুব কাছাকছি গিয়ে ফিরে এসেছেন। ১০৭ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেন পিংকি। তার আর জ্যোতির ওই ইনিংস দুটির ওপর ভর করে ২ উইকেটে ২৮৬ রানের বড় পুঁজি গড়ে রূপালী ব্যাংক। জবাবে গুলশান ইয়ুথ ৮ উইকেটে ১৩৮ রানেই থামে। ১৪৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রূপালী ব্যাংক।

এদিকে রূপালী ব্যাংকের পাশাপাশি নারী প্রিমিয়ার ক্রিকেটে শুভসূচনা করেছে মোহামেডান আর ও বিকেএসপিও। আজ (২৫ মে) থেকে শুরু হওয়া ঢাকার নারী ক্লাব ক্রিকেটের প্রথম দিন বিকেএসপি ৩ নম্বর মাঠে শক্তিশালী কলাবাগানকে ৩২ রানে হারিয়েছে মোহামেডান।

অন্যদিকে বিকেএসপি ১ নম্বর মাঠে সিটি ক্লাবকে ৬৬ রানে হারিয়েছে বিকেএসপি নারী দল। বিকেএসপি নারী দলের ৬ উইকেটে করা ২০৮ রানের জবাবে সিটি ক্লাব ৯ উইকেটে ১৪২ রানে আটকে থাকে।

কলাবাগানের বিপক্ষে মোহামেডান ওপেনার জেসিয়া আকতার মাত্র ৪ রানে আউট হলেও দ্বিতীয় উইকেটে অপর ওপেনার শারমিন সুপ্তা আর আয়শা রহমান ১৩৩ রানের বড় জুটি গড়ে দলকে অনেকদূর এগিয়ে দেন। সুপ্তার ব্যাট থেকে আসে ১০৬ বলে ৭৩ (৭ বাউন্ডারি ও ১ ছক্কা) আর আয়শা রহমান শুকতারাও পঞ্চাশের ঘরে (৯৩ বলে ৫৪) পা রাখেন।

এরপর রুমানা ২৫ আর অধিনায়ক সালমা ৩৩ রানের দুটি মাঝারি ইনিংস খেললে মোহামেডানের স্কোর গিয়ে ঠেকে ২৩৪‘এ। বোলাররা সেটাকেই জয়সূচক পুঁজিতে পরিণত করেন।

এআরবি/এমএমআর/জেআইএম