ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

টাইগারদের মানসিক শক্তি বাড়ানোর কোচ নিয়ে আসছেন হাথুরু

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৩ জুন ২০২৩

শেরে বাংলায় প্রায় সপ্তাহখানেক ধরেই চলছে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন। তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামরা প্রায় প্রতিদিনই মাঠে আসেন এবং প্র্যাকটিস করছেন। তবে সেটা পুরোদস্তুর টিম বাংলাদেশের অফিসিয়াল প্র্যাকটিস সেশন নয়। ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন।

ধারণা করা হচ্ছে, রোববার না হয় পরশু (সোমবার) ৫ জুন থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন। সেটাই হবে আফগানিস্তানের সাথে টাইগরদের একমাত্র টেস্ট ম্যাচের সত্যিকার প্রস্তুতি।

আজ পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন চলছে। রোববার কিংবা সোমবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন কেন? খুব স্বাভাবিকভাবেই উঠে আসছে এ প্রশ্ন।

তার একটাই জবাব, জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটিতে ছিলেন। তাই আনুষ্ঠানিক প্র্যাকটিস শুরু হয়নি। ভেতরের খবর, আজ শনিবার রাতে ঢাকা আসছেন টিম বাংলাদেশের হেড কোচ হাথুরুসিংহে। শনিবার রাত ১০টা ৪০-এ সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে হাথুরু রাজধানীতে এসে পৌঁছাবেন এবং তিনি আসার পরই পুরোদস্তুর প্র্যাকটিস শুরু হবে।

জানা গেছে, হাথুরুসিংহে একা নন। সাথে একজন মনোবীদও নিয়ে আসবেন বাংলাদেশের হেড কোচ। নাম অ্যালান ব্রাউন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অ্যালান ব্রাউন ঠিক প্রথাগত মনোবীদ নন। তিনি মাইন্ড ট্রেনার। ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়ানোর কাজ করে থাকেন তিনি। তাই তাকে মেন্টাল স্ট্রেন্থ ট্রেনারও বলা হয়ে থাকে।

বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে অ্যালান ব্রাউনের আসার খবর জানানো হয়নি। তবে একটি নির্ভরযোগ্য ও দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, আজ রাতে হেড কোচ হাথুরুসিংহের সাথে একই ফ্লাইটে করে ঢাকা আসছেন এ অসি মেন্টাল স্ট্রেন্থ ট্রেনার অ্যালান ব্রাউন। তিনি ২ সপ্তাহ বাংলাদেশের অবন্থান করবেন এবং জাতীয় দলের ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়ানোর কাজ করবেন।

এআরবি/আইএইচএস/