ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

‘বিসিবি সভাপতির মন্তব্য ভালো ছিল না, তবে সেটা কারণ নয়’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২০ জুলাই ২০২৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমে তামিম ইকবালকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন। এরপরই অবসরের সিদ্ধান্ত জানান তামিম। যদিও এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।

তবে অনেকেই মনে করছেন, তামিমের আবেগী অবসরের পেছনে মূল কারণ ছিল বিসিবি সভাপতির বেফাঁস মন্তব্য। পাপন বলেছিলেন, কোচ চন্ডিকা হাথুরুসিংহে নাকি তার কাছে অভিযোগ করেছেন, তামিম শতভাগ ফিট না হয়েও খেলতে চান। গণমাধ্যমের সামনে এ নিয়ে তামিমের কঠোর সমালোচনা করেন পাপন।

ওই ঘটনার পর তামিমের অবসর এবং প্রধানমন্ত্রীর নির্দেশে ফেরা- ঘটে গেছে অনেক কিছু। তামিম এখন রয়েছেন দেড়মাসের ছুটিতে। তার ফেরার কথা এশিয়া কাপ দিয়ে, খেলার কথা বিশ্বকাপও।

অবসর ঘোষণা ও ফেরার (জুলাইয়ের প্রথম সপ্তাহে) ঘোষণা দেয়ার পর এবার বাংলাদেশের একটি গণমাধ্যমের কাছে এ বিষয়ে মুখ খুলেছেন তামিম। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, তিনি পরবর্তীতে কী সিদ্ধান্ত নেবেন, তা নিয়ে বোর্ডের সঙ্গে বসবেন দেশে ফিরে আসার পর।

তবে তিনি কথা বলতে চান শুধু বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে, বোর্ড সভাপতির সঙ্গে নয়। তামিম এর কারণ জানাতে গিয়ে, চেইন অব কমান্ডের প্রসঙ্গ টানলেও তার কথায় মনে হচ্ছে, পাপনের ওপর অভিমানটা এখনও রয়ে গেছে।

যদিও পাপনের কথায় অবসর নিয়েছিলেন, এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন দেশসেরা ওপেনার। দেশের শীর্ষস্থানীয় ওই গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তামিম বলেন, ‘প্রথমত, আমার অবসরের সিদ্ধান্তের পেছনে সেটা (পাপনের মন্তব্য) কারণ নয়। আমি এরইমধ্যে বলেছি, কেউই এমন মন্তব্য  পছন্দ করবে না। তবে এটাও বলেছি, ওই মন্তব্য আমার অবসরের কারণ ছিল না।’

তামিম যোগ করেন, ‘দ্বিতীয়ত, বিশ্বের কেউই পারফেক্ট নয়। আমিও পারফেক্ট মানুষ নই। আমার ভালো-খারাপ দুই দিকই আছে। কিন্তু কেউ যদি আমার শুভাকাঙ্ক্ষী হয়, তবে মনে হয় সেটা আমাকেই প্রথমে বলবে, অন্য কাউকে না। যদি আমার ফিটনেস এবং কর্মনীতি নিয়ে সমস্যা থাকে, আমাকেই প্রথম জানানো উচিত। আমাকে সময় দেওয়া উচিত এবং যদি নিজেকে বদলাতে না পারি, তবে ব্যবস্থা নেবে; কিন্তু আমার সঙ্গে কথা না বলে এটা নিয়ে (মিডিয়ায়) বলা ঠিক না।’

‘আমি আবারও বলতে চাই, বোর্ড সভাপতির ওই মন্তব্যের কারণে অবসর নেইনি। তবে হ্যাঁ, তার মন্তব্যটা ভালো ছিল না; কিন্তু এটা কারণ নয়।’

এমএমআর/