ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে উধাও সিরিজসেরা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৬ জুলাই ২০২৩

বৃষ্টির কারণে পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টে ফল হয়নি। যে ম্যাচটি জিততে পারতো ভারত-ওয়েস্ট ইন্ডিজের যে কোনো দলই। ফল না হওয়ায় প্রথম টেস্ট জয়ের সুবাদে সিরিজ জিতেছে ভারত।

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস এবং ১৪১ রানে উড়িয়ে দিয়েছিল ভারত। দ্বিতীয় টেস্টেও তাদের জয়ের সম্ভাবনা ছিল। শেষদিনে ভারতের দরকার ছিল ৮ উইকেট, ক্যারিবীয়দের ২৮৯ রান। কিন্তু পঞ্চম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে ম্যাচটি ড্রতে শেষ হয়।

এই সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হওয়া যশস্বী জসওয়াল তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতেছিলেন। অন্যদিকে দ্বিতীয় টেস্ট টেস্টে মোহাম্মদ সিরাজের হাতে উঠে ম্যাচসেরার পুরস্কার।

কিন্তু অবাক করা ব্যাপার হলো, টেস্ট সিরিজের দুটি ম্যাচের সেরাদের বাছলেও সিরিজের সেরা খেলোয়াড়কে নির্বাচিত করা হয়নি। এই টেস্ট সিরিজে কোনো খেলোয়াড়কে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কার দেওয়া হয়নি।

কী কারণে? এখনও সেই তথ্য প্রকাশ করা হয়নি। যে কারণে ক্রিকেট ভক্তরা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। তাই এই পুরস্কারের জন্য বিরাট কোহলি, যশস্বী জসওয়াল এবং মোহাম্মদ সিরাজের মতো খেলোয়াড়দের নাম বলা হচ্ছে। তবে এই পুরস্কার বিজয়ী কে, সেই বিষয়ে এখন পর্যন্ত নীরব আয়োজকরা। যা কিনা বিস্ময় তৈরি করেছে।

এমএমআর/এমএস