ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

হেরে যে শাস্তি পেলো ভারত, জিতে ওয়েস্ট ইন্ডিজ পেলো দ্বিগুণ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:১০ এএম, ০৫ আগস্ট ২০২৩

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ-কারোরই রেহাই মিলছে না। এক ম্যাচে জরিমানা গুনতে হচ্ছে দুই দলকেই। বৃহস্পতিবার ত্রিনিদাদে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্লো ওভাররেটের দায়ে দুই দলকে শাস্তি দিয়েছে আইসিসি।

প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। হারের সঙ্গে ৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে হার্দিক পান্ডিয়ার ভারতকে। অন্যদিকে জয়ের আনন্দে থাকা ওয়েস্ট ইন্ডিজের জরিমানা হয়েছে দ্বিগুণ, ম্যাচ ফির ১০ শতাংশ।

আইসিসি জানিয়েছে, ভারত ন্যূনতম ওভাররেটের চেয়ে এক ওভার কম বল করার কারণে দোষী সাব্যস্ত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ আবার দুই ওভার পিছিয়ে ছিলো।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সর্বনিম্ন ওভাররেটের চেয়ে এক ওভার কম বল করার জন্য ভারতকে তাদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজকে ন্যূনতম ওভাররেটের চেয়ে দুই ওভার কম বল করার জন্য তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।’

অনফিল্ড আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট এবং প্যাট্রিক গুস্টার্ড, তৃতীয় আম্পায়ার নাইজেল ডুগুইড আর চতুর্থ আম্পায়ার লেসলি রেইফার এই অভিযোগ এনেছেন।

ভারতের হার্দিক পান্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল অপরাধ স্বীকার করে নিয়েছেন। যে কারণে আর শুনানির প্রয়োজন পড়েনি।

এমএমআর/এমএস