ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ভারতের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:০৪ পিএম, ২১ আগস্ট ২০২৩

জসপ্রিত বুমরাহর অধীনে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারত ভালোই পারফরম্যান্স দেখালো। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিলো ভারতীয়রা। রোববার রাতে ডাবলিনের মালাহাইডে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৩ রানের ব্যবধানে জয় পেয়েছে বুমরাহর দল।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে ভারত। ঋতুরাজ গায়কোয়াড় ৪৩ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন।

জবাব দিতে নেমে ওপেনার অ্যান্ডি বালবিরনির ৭২ রানের ইনিংস সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২ রানে থেমে যায় আয়ারল্যান্ড। যার ফলে ৩৩ রানে ম্যাচ এবং একই সঙ্গে সিরিজ জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় দল।

টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো সূচনা করে ভারত। ৩.৪ ওভারে ২৯ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন দুই ওপেনার। এ সময় ১১ বলে ১৮ রান করে আউট হন জসস্বি জয়সওয়াল। তিলক ভার্মা ব্যাট করতে নেমেই আউট হয়ে যান মাত্র ১ রান করে।

এরপরই ঋতুরাজ গায়কোয়াড় এবং সাঞ্জু স্যামসনের ব্যাটে ৭১ রানের দারুণ এক জুটি গড়ে ওঠে। ২৬ বলে ৪০ রান করেন সাঞ্জু স্যামসন। ঋতুরাজ গায়কোয়াড় ৪৩ বলে ৫৮ রান করে আউট হন। ২১ বলে ৩৮ রান করে আউট হন রিঙ্কু সিং। ১৬ বলে ২২ রান করে শিবাম দুবে।

জবাব দিতে নেমে আইরিশ ওপেনার অ্যান্ডি বালবিরনি এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকে। বালবিরনি করেন ৭২ রান। অন্যপ্রান্তে মার্ক অ্যাডেয়ার দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন ১৫ বলে। এছাড়া কার্টিস ক্যাম্ফার দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন ১৭ বলে।

ভারতের হয়ে ২টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ, প্রাসিদ কৃষ্ণা এবং রবি বিষনোই। ১ উইকেট নেন আর্শদিপ সিং।

আইএইচএস/