আকাশ দেখে একাদশ, ৩ নাকি ২ পেসার?
ইতিহাস জানাচ্ছে, ২০০৮ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে শেষ ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। সে বছর তিন ম্যাচের সিরিজে মোহাম্মদ আশরাফুলের দলকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল ড্যানিয়েল ভেট্টোরির কিউই বাহিনী।
ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম খেলায় ৭ উইকেটে জিতলেও পরের দুই ম্যাচে যথাক্রমে ৭৫ ও ৭৯ রানে হেরে সিরিজ হাতছাড়া করে টাইগাররা।
এরপর ২০১০ সালে ড্যানিয়েল ভেট্টোরির ব্ল্যাক ক্যাপস শিবিরকে ৫ ম্যাচের সিরিজে রীতিমত তুলোধুনো করে ৪-০’তে সিরিজ জেতে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
তিন বছর পর আবার দেশের মাটিতে ব্রেন্ডন ম্যাককালামের কিউই বাহিনী নাকাল হয় টাইগারদের কাছে। মুশফিকুর রহিমের নেতৃত্বে ৩-০’তে বিজয়ী হয় বাংলাদেশ। সেই শেষ।
এরপর দেশের বাইরে বেশ কটি সিরিজে মুখোমুখি হলেও ঘরের মাঠে আর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের। ১০ বছর পর আবার কিউইদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা।
সবার জানা, বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়ক সাকিব আল হাসান, অন্যতম সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই ৬ অপরিহার্য সদস্য ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। সাকিবের বদলে সিরিজে টাইগারদের ক্যাপ্টেন লিটন দাস।
ওদিকে নিউজিল্যান্ড দলও বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়েছে। অধিনায়ক কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল, টিম সাউদি, জিমি নিশামের মত তারকারা এবার বাংলাদেশ সফরে নেই।
দুই দলই পরীক্ষা-নিরীক্ষা করবে। বাংলাদেশ কী ভাবছে? একাদশ কিভাবে সাজাবে লিটন দাসের দল? টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো পূর্বাভাস দেয়া হয়নি। বুধবার বৃষ্টিতে আউটডোরে ব্যাটিং অনুশীলন হয়নি। তাই নেট দেখে একাদশ সম্পর্কে আগাম ধারণা নেওয়াও সম্ভব হয়নি।
বুধবার থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং আগামীকাল ২১ সেপ্টেম্বর প্রায় সারাদিনই বৃষ্টি পড়ার জোর সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যার আগে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। আর সন্ধ্যার পর ৫০ শতাংশ বৃষ্টিপাতের কথা বলা আছে।
কাজেই খেলা নির্ধারিত সময় মানে দুপুর ২টায় শুরু হবে কিনা, জোর সংশয় আছে। ধারণা করা হচ্ছে সন্ধ্যার পরে আকাশ পরিষ্কার হলে কর্তিত ওভারের ম্যাচ হবার সম্ভাবনা বেশি।
তাই স্বাগতিক টিম ম্যানেজমেন্টও আকাশ দেখে একাদশ সাজানোর কথা ভাবছে। বৃহস্পতিবার টসের আগে আবহাওয়া আর উইকেট দেখেই নাকি কম্বিনেশন চূড়ান্ত হবে, জানা গেছে এমনটাই।
বৃষ্টিভেজা আবহাওয়ায় খেলা হলে ৩ পেসার খেলানো হবে। এমনিতে সমান দুজন করে পেসার (মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব) ও স্পিনার (নাসুম আহমেদ আর শেখ মাহদি) খেলানোর কথা ভাবা হচ্ছে। সাথে সৌম্য সরকারকে থার্ড সিমার ধরা হচ্ছে।
পাশাপাশি অফস্পিনার শেখ মাহদি আর নাসুম আহমেদের সঙ্গে বাড়তি স্পিনিং অপশন হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদও আছেন বিবেচনায়।
বাংলাদেশ দলে ৬ জন ওপেনার। তারা হলেন-তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, এনামুল বিজয়, তানজিদ তামিম ও জাকির হাসান। ফলে ওপেনারদের বেশিরভাগকেই মিডল অর্ডার অপশন বলে ভাবা হচ্ছে।
বৃষ্টি না হলে পেসার খালেদ আহমেদ, ওপেনার তানজিদ তামিম, মিডলঅর্ডার জাকির হাসান ও লেগস্পিনার রিশাদ হোসেনের না খেলার সম্ভাবনা বেশি। আর বৃষ্টি ভেজা আবহাওয়ায় খেলা হলে সম্ভাব্য একাদশে পেসার খালেদ আহমেদের অন্তর্ভুক্তি ঘটতে পারে।
সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, এনামুল বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহদি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
এআরবি/এমএমআর/জিকেএস