ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

মিরপুরে বৃষ্টি, সময়মতো ম্যাচ শুরু হওয়া নিয়ে সংশয়

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:২৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপ শেষ হতে না হতেই আরেকটি ওয়ানডে সিরিজ বাংলাদেশের। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

প্রথম ওয়ানডেটি আজ মাঠে গড়ানোর কথা দুপুর ২টায়। তবে সময়মতো এই ম্যাচটি মাঠে গড়াবে কিনা, তা নিয়ে আছে জোর সংশয়।

বুধবার থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাসে গতকালই জানা যায়, আজ প্রায় সারাদিনই বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার আগে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। আর সন্ধ্যার পর ৫০ শতাংশ বৃষ্টিপাত হতে পারে।

এরই মধ্যে মিরপুর স্টেডিয়াম ও তার আশেপাশে বৃষ্টি শুরু হয়ে গেছে। দুপুর বারোটা তিন মিনিট থেকে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। ফলে পিচ ঢেকে রাখা হয়েছে।

এআরবি/এমএমআর/জিকেএস