ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

টসের পরই বৃষ্টি, ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

প্রথম ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে ৮৬ রানের ব্যবধানে। আজ সিরিজ বাঁচানোর লড়াই টাইগারদের। সিনিয়র ক্রিকেটারদের কেউ নেই দলে। এমন পরিস্থিতিতে তরুণ একটি দল নিয়ে নিউজিল্যান্ডের মোকাবেলা করবেন নাজমুল হোসেন শান্ত।

এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে টস করতে নামলেন তিনি কিউই অধিনায়ক লকি ফার্গুসনের সঙ্গে। এবং জীবনে প্রথম টসেই জয় পেলেন শান্ত। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

টস করার পরই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নেমেছে বৃষ্টি। উইকেট ঢাকা হয়েছে ত্রিপলে। সুতরাং, ম্যাচ সময়মত শুরু হবে কি না তা নিয়ে রয়েছে সংশয়।

বাংলাদেশ দলের হয়ে আজ অভিষেক হচ্ছে জাকির হাসানের। তামিম ইকবালের পরিবর্তে দলে এসেছেন তিনি। লিটন দাসের পরিবর্তে অধিনায়ক হিসেবে দলে এসেছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া সৌম্য সরকারকে বাদ দিয়ে নেয়া হয়েছে মুশফিকুর রহিমকে। মোস্তাফিজকে বাদ দিয়ে নেয়া হলো শরিফুল ইসলামকে।

নিউজিল্যান্ড দলেও একজনের অভিষেক হলো। ডিন ফক্সক্রফট। এছাড়া কিউই দলে ফিরেছেন অ্যাডাম মিলনে। বাদ পড়েছেন কাইল জেমিসন এবং চ্যাড বোয়েজ।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, জাকির হাসান, শেখ মাহদি হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, উইলয় ইয়ং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবিন্দ্র, কোল ম্যাকোচিন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লকি ফার্গুসন এবং ট্রেন্ট বোল্ট।

 

আইএইচএস/