ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশ দলে একজনের অভিষেক, পরিবর্তন চারটি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

লিটন দাস নেই, তামিম ইকবালও নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে জাকির হাসানের খেলা প্রায় নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত তাই হলো। বাংলাদেশ দলের হয়ে আজ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো ব্যাটার জাকির হাসানের।

সে সঙ্গে দ্বিতীয় ওয়ানডের দল থেকে চারজনকে বাদ দিয়ে গঠন করা হয়েছে তৃতীয় ওয়ানডে দলটি। অধিনায়ক হিসেবে দলে ফিরে এসেছেন নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বেরও অভিষেক হলো শান্তর।

লিটন-তামিমের পরিবর্তে দলে এলেন শান্ত-জাকির। বাদ দেয়া হয়েছে সৌম্য সরকার এবং পেসার মোস্তাফিজুর রহমানকে। পরিবর্তে একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলাম।

Jakir

নিউজিল্যান্ড দলের হয়েও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একজনের অভিষেক হচ্ছে আজ। তিনি ডিন ফক্সক্রফট। সে সঙ্গে কিউইরা দুটি পরিবর্তন এনেছে আজকের ম্যাচে। বাদ দেয়া হয়েছে কাইল জেমিসন এবং চ্যাড বোয়েজকে। দলে এসেছেন অ্যাডাম মিলনে এবং ডিন ফক্সক্রফট।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, জাকির হাসান, শেখ মাহদি হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, উইলয় ইয়ং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবিন্দ্র, কোল ম্যাকোচিন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লকি ফার্গুসন এবং ট্রেন্ট বোল্ট।

আইএইচএস/