ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

মুর্শিদার ব্যাটে প্রোটিয়াদের বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর নারী দলের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩

বেনোনির উইলোমুর পার্কে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাটে ভর করে স্বাগতিকদেরকে ১৫০ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

ওপেনার মুর্শিদা খাতুন ৫৯ বলে অনবদ্য ৬২ রানের ইনিংস খেলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। ৬টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মারও মারেন বাংলাদেশের এই ওপেনার।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে দুই ওপেনার শামীমা সুলতানা এবং মুর্শিদা খাতুনের ব্যাটে গড়ে ওঠে ৪৪ রানের উদ্বোধনী জুটি। ২৪ বলে ২৪ রান করে এ সময় আউট হন শামীমা সুলতানা। তিনিও একটি ছক্কার মার মারেন।

এরপর শবনম মুস্তারি ১৭ বল খেলে আউট হন ১৬ রান করে। দলীয় ৮৩ রানের মাথায় আউট হন তিনি। ইনিংসের বাকি অংশে বাংলাদেশের আর কোনো উইকেট ফেলতে পারেনি দক্ষিণ আফ্রিকান নারী ক্রিকেট দল।

২১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার হয়ে এলিজ মারি মার্কস এবং ননদোমিসো শাঙ্গেজ ১টি করে উইকেট নেন।

আইএইচএস/