ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

‘আমি কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাইনি’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৬ ডিসেম্বর ২০২৩

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। তখন ভারতীয় ক্রিকেটঅঙ্গনে বিষয়টি বেশ আলোচিত ছিল। বলা হচ্ছিল, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) এর তৎকালীন সভাপতি ও দেশটির সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি অধিনায়ত্ব ছাড়তে বাধ্য করেছিল কোহলিকে। এরপর একে ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়কত্বও ছেড়ে দিয়েছিলেন কোহলি।

কিন্তু তিনি ওডিআই এবং টেস্ট অধিনায়কত্ব চালিয়ে যেতে চান এবং বিসিসিআই তাকে টি-টোয়েন্টি অধিনায়কের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেনি, এমন দাবি করে সব ক্রিকেটভক্তদের দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছিলেন কোহলি।

এবার সেই সমালোচিত বিষয়টি নিয়ে জনসম্মুখে এসে আরও একবার কথা বলেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

দাদাগিরি রিয়ালিটি শো-তে এসে গাঙ্গুলি বলেছেন, ‘আমি বিরাটকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেই নি। আমি এটি অনেকবার বলেছি। সে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে আগ্রহী ছিল না। সিদ্ধান্ত নেওয়ার পর আমি তাকে বলেছিলাম, তুমি যদি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে আগ্রহী না হও, তাহলে পুরো সাদা বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ালে ভালো হয়। একজন সাদা বলের অধিনায়ক এবং একজন লাল বলের অধিনায়ক থাকুক।’

গাঙ্গুলি আরও জানিয়েছেন, রোহিত শর্মা তিন ফরম্যাটে অধিনায়ক হতে চায়নি। যেকোনো ভাবে তার হাতে অধিনায়কত্বের দায়িত্ব প্রদানের ব্যবস্থা করা হয়েছিল।

গাঙ্গুলি বলেন, ‘আমি রোহিত শর্মাকে অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার জন্য কিছুটা চাপ দিয়েছিলাম। কারণ, সে তিন ফরম্যাটে নেতৃত্ব দিতে আগ্রহী ছিল না। তাই এতে হয়তো আমার কিছুটা অবদান আছে। বোর্ড যেই পরিচালনা করুক না কেন, সেটি কোনো বিষয় নয়। খেলোয়াড়দের কাজ হলো, মাঠে ভালো পারফর্ম করা। ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য কাজ করার জন্য আমাকে বিসিসিআই সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল, এটা তারই একটা ছোট অংশ।’

আইএইচএস/জেআইএম