ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

খেলা শুরু ১২ টায়

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৮ ডিসেম্বর ২০২৩

অবশেষে বৃষ্টির বাঁধা অতিক্রম করে শুরু হচ্ছে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা। এদিন শুক্রবার বেলা ১২ টায় মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের তৃতীয় দিন।

এর আগে দুই আম্পায়ার পল র‌্যাফেল ও রড টাকার সকাল ১১ টায় সার্বিক পরিস্থিতি পরিদর্শনের জন্য মাঠে প্রবেশ করেছেন। অন্তত ১০-১২ মিনিট ধরে পুরো মাঠ ঘুরে দেখলেন তারা।

কোথাও পানি জমে থেকে মাঠ নরম কিনা? পিচ্ছিল জায়গা আছে কিনা? সব খুটিয়ে দেখলেন। তারপর জানিয়ে দিলেন খেলা শুরু হবে বেলা ১২ টায়।

এদিকে সকাল ৯ টার আগেই ধীরে ধীরে কভার সরিয়ে মাঠ তৈরির কাজ শুরু করেছিলেন প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার মাঠ কর্মীরা।

পর্যায়ক্রমে প্রথমে প্লাষ্টিকের মোটা কভার সরিয়ে চট বিছিয়ে রাখা হয়েছিল প্রায় ঘন্টা খানেক। এরপর সকাল ১১ টায় আম্পায়াররা পিচ ও মাঠ পরিদর্শনের আগেই সেই চট সরিয়ে উইকেট উন্মুক্ত করা হয়। এখন সব রকম পরিচর্যা শেষ। আকাশও খানিক পরিষ্কার হয়েছে। শেরে বাংলায় উঁকি দিয়েছে সূর্য।

বাংলাদেশ আর নিউজিল্যান্ডের ক্রিকেটাররা অনুশীলনে নেমেছেন সকাল ১১ টার আগেই। এ প্রতিবেদন তৈরির সময় টাইগারদের নিজেদের ঝালিয়ে নিচ্ছে কিউইরাও।

জানিয়ে দেয়া হয়েছে, বিকেল সোয়া ৫ টা পর্যন্ত খেলা চলবে। তবে শর্ত হলো- অবশ্যই খেলা উপযোগী আলো থাকতে হবে। ফ্লাড লাইট জ্বালিয়ে হলেও ততক্ষণ পর্যাপ্ত আলো থাকবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রথম দিন ব্যাড লাইটের কারণে ১৪ মিনিট আগে খেলা শেষ করেছিলেন আম্পায়াররা।

 

এআরবি/আইএইচএস/জিকেএস