সিরিজসেরা হয়েও তাইজুলের আক্ষেপ
লো স্কোরিং টেস্টে বাংলাদেশের জয় কেড়ে নিয়েছেন গ্লেন ফিলিপস। প্রথম ইনিংসে ৮৭ রানের সঙ্গে ৩ উইকেট আর দ্বিতীয় ইনিংসে রান তাড়ায় অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেন কিউই এই অলরাউন্ডার। ফলে ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে তারই হাতে।
তবে সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের তাইজুল স্পিনার। বাঁহাতি এই স্পিনার দুই টেস্টে নিয়েছেন ১৫ উইকেট। ব্যাট হাতেও আছে ২৮ রান।
তবে সিরিজসেরার পুরস্কার জিতেও মন খারাপ তাইজুলের। পুরস্কার বিতরণী মঞ্চে বললেন, ‘সিরিজ জিততে পারলো দারুণ হতো। আমার মনে হয় আমরা শতভাগ দিয়েছি। যদি দ্বিতীয় ইনিংসে আরেকটু ভালো বল করতে পারতাম, তবে ফলটা আমাদের পক্ষে আসতে পারতো।’
‘আমার নিজের পারফরম্যান্স নিয়ে খুশি। কিন্তু যদি সিরিজ জিততে পারতাম, তবে সেটা আরও ভালো হতো’-আক্ষেপভরা কণ্ঠে বললেন তাইজুল।
এমএমআর/এমএস