ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

নবম রাউন্ডে বড় জয়ে চারে উঠে এলো শাইন পুকুর

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৭ এপ্রিল ২০২৪

নবম রাউন্ডে এসে গুরুত্বপূর্ণ এক জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এলো শাইন পুকুর। আজ রোববার শেরে বাংলায় প্রিমিয়ার ক্রিকেট লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ডিএল মেথডে ৮০ রানে হারিয়ে আকবর আলীর শাইন পুকুর এখন তামিম ইকবালের প্রাইম ব্যাংকেরও ওপরে।

লিগ টেবিলে শাইন পুকুর এখন আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডানের পরই জায়গা করে নিয়েছে। সমান ৯ ম্যাচে শাইন পুকুরের ৬ নম্বর জয়ের বিপরীতে এটা গাজী গ্রুপের চতুর্থ পরাজয়। এতে করে গাজী গ্রুপের অবস্থান গিয়ে দাঁড়ালো লিজেন্ডস অফ রুপগঞ্জের পরে, সাত নম্বরে।

পয়েন্টে শাইন পুকুরের সমান (৯ ম্যাচে ৬ জয় আর ৩ পরাজয়ে) ১২ হলেও নেট রানরেটে আকবর আলীর দলের (০.৯৪৬) পিছনে তামিম ইকবালের প্রাইম ব্যাংক (নেট রানরেট ০.৫৯৬)। অন্যদিকে ৯ ম্যাচে ৫ জয় আর চার পরাজয়ে লিজেন্ডস অফ রুপগঞ্জ (নেটরানরেট-০.০২৮) আছে গাজী গ্রুপের (-০.০৫৯) ওপরে।

আজকের খেলার আগে পর্যন্ত দু’দল সমান সমানে থাকলেও রোববার হোম অফ ক্রিকেটে তানজিদ তামিম, জিসান আলম, আকবর আলী, ইরফান শুক্কুর, রিশাদ হোসেন ও নাহিদ রানার মত একঝাঁক তরুণে গড়া শাইন পুকুরের সাথে কুলিয়ে উঠতে পারেনি পিনাক ঘোষ, আনিসুল ইসলাম ইমন, মেহেদি মারুফ, আল আমিন জুনিয়র, সাব্বির হোসেন, মইন খান ও গাফফার সাকলাইনরা।

আগের ম্যাচে ঝড় তোলা দুই তরুণ ওপেনার তানজিদ তামিম আর জিসান আলম এদিন কিছু করতে পারেননি। জিসান ২০ আর তানজিদ তামিম ১২ রানে সাজঘরে ফেরেন; কিন্তু ৩ নম্বর খালেদ (৯৯ বলে ৬৩) আর উইকেটরক্ষক ইরফান শুক্কুরের (৭৫ বলে ৮৪) জোড়া হাফ সেঞ্চুরিতে শাইনপুকুর ৪৩ ওভারে ২৪২ রানে লড়াকু পুঁজি পায়।

লেগস্পিনার রিশাদ (৪/৩০) আর দ্রুত গতির বোলার নাহিদ রানা (৪/৫৩) সে পুঁজিকে জয়ের জন্য যথেষ্ঠ বলে প্রমাণ করেন।

শাইন পুকুর: ২৪২/৮, ৪৩ ওভার (তানজিদ তামিম ১২, জিসান আলম ২০, খালিদ হাসান ৬৩, আকবর আলী ১৩, ইরফান শুক্কুর ৮৪, মেহরুব ১৮, রিশাদ ০, হাসান মুরাদ ১১, অতিরিক্ত ১৭; রুয়েল মিয়া ৩/৪৮, গাফ্ফার সাকলাইন ২/৪৫, মইন খান ২/৪১, আনিসুল ইসলাম ইমন ১/৩৪)।

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১৬১/১০, ৩৫ ওভার (পিনাক ঘোষ ৫, আনিসুল ইসলাম ইমন ১২, মেহেদি মারুফ ১৫, আল আমিন জুনিয়র ১২, রাব্বি ৮, সাব্বির হোসেন ৩৩, মইন ২০, গাফফার সাকলাইন ১৯, অতিরিক্ত ২৬, রিশাদ হোসেন ৪/৩০, নাহিদ রানা ৪/৫৪, হাসান মুরাদ ১/২১, আরাফাত সানি ১/২৩)।

ফল: শাইনপুকুর ডিএল মেথডে ৮০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইরফান শুক্কুর (শাইন পুকুর)।

এআরবি/আইএইচএস/