ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘ইমনের মতো ব্যাটারই দরকার’

জিম্বাবুয়ের বিপক্ষে সাজানো দলকে ভারসাম্যপূর্ণ বলছেন সুজন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৪

খালেদ মাহমুদ সুজন খুশি হতেই পারেন। সর্বোচ্চ ভালো লাগায় আচ্ছন্ন হতেই পারেন। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ জনের যে প্রাথমিক দল ঘোষণা হয়েছে, তাতে তার দল আবাহনীরই ক্রিকেটার আছেন ১০ জন। এই দশ ক্রিকেটার হলেন-লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানভীর ইসলাম।

১৭ জনের দল দেখে জাতীয় দলের এ সাবেক অধিনায়ক, ম্যানেজার ও টিম ডিরেক্টর বেশ সন্তোষ প্রকাশ করেছেন। আজ বুধবার বিকেলে শেরে বাংলায় আবাহনীর অনুশীলনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে জিম্বাবুয়ের বিপক্ষে প্রাথমিক দল নিয়ে কথা বলতে গিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘যে দলটা লিপু ভাইরা (গাজী আশরাফ হোসেন লিপু, নির্বাচক প্রধান) এরই মধ্যে ঘোষণা করেছেন, তা দারুণ ভারসাম্যপূর্ণ। হয়তো কথা থাকতে পারে, এ নাই ও আছে। তবে আমি মনে করি, যারা আছে তারা সবাই পারফর্মার। তারা প্রত্যেকে ভালো খেলোয়াড়। আমি বিশ্বাস করি, বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে এই ছেলেদের মধ্যে। শুধু আমাদের ধৈর্য ধরতে হবে। আশা করি যে এই ছেলেরা বিস্ময়কর কিছু করে দেবে।’

পারভেজ হোসেন ইমনের অন্তর্ভুক্তির প্রশংসা করে আবাহনী কোচ সুজন বলেন, ‘পারভেজ ইমন যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করে, তার মতো ক্রিকেটারই আমাদের দরকার এই ফরম্যাটে। আইপিএলের খেলা যদি দেখেন, এখন ২৩০-২৪০ রানও কিন্তু ডিফেন্ডেবল না। হয়ে যাচ্ছে কিন্তু। এজন্য শুরুর দিকে ওরকম বিস্ফোরক ব্যাটারই দরকার, যারা ৬ ওভারে ৭০-৮০ রান করে দেবে। আগে ভাবনায় ছিল ৬ ওভারে ৪০। এখন কিন্তু ওই বেঞ্চমার্ক আর নেই। এরকম স্কোর করতে হলে, বিশ্বকাপে গিয়ে এরকম প্রতিপক্ষের সঙ্গে খেলবেন, যাদের বিপক্ষে দুইশর কাছাকাছি রান না করলে আপনি ম্যাচ দাঁড় করাতে পারবেন না।’

তাই সুজনের মনে হয়, পারভেজ ইমনের মত আক্রমণাত্মক ওপেনারদের অন্তর্ভুক্তিটা দলের জন্য ভালো। ইমনের প্রতি সুজনের পরামর্শ, ‘আমি মনে করি, ইমনকে ওভাবেই (স্বাধীনতা দেওয়া উচিত)। আমার পরামর্শ থাকবে, ঢাকা লিগে যেভাবে খেলেছে জাতীয় দলে খেললেও যেন ইমন ওভাবেই খেলার চেষ্টা করে। কোনো বাড়তি প্রেসার না নেয়। স্বাভাবিক খেলাটাই যেন খেলে। আমি বিশ্বাস করি ও বিস্ফোরক ব্যাটসম্যান। ও যদি শুরু করে ভালো, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

সঙ্গে তানজিদ তামিমকেও ছোট ফরম্যাটে ‘ডেঞ্জারাস ক্রিকেটার’ বলে মনে হয় সুজনের। ওই দুই ড্যাশিং ওপেনারের সাথে লিটন দাসকে টিম বাংলাদেশের বড় সম্পদ মনে করেন সুজন।

লিটনকে নিয়ে সুজন বলেন, ‘লিটন বেশ অভিজ্ঞ ক্রিকেটার। যে কোনো পরিস্থিতির দাবি মেটাতে পারে। খারাপ সময় গেছে। সেটা পরিবর্তন হচ্ছে। ভালো সময় ফিরে আসবে। আশা করছি সামনে সে বাংলাদেশকে অনেক ম্যাচ জেতাবে। বাকি যারা আছে মাঝখানে শান্ত, হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের, সাকিব; তারা প্রত্যেকে ম্যাচ উইনার। আমাদের ব্যাটিং ইউনিট বেশ ভালো।’

বোলিংয়ে মোহাম্মদ সাইফউদ্দিনের অন্তর্ভুক্তিকে সমর্থন করে সুজন বলেন, ‘আমাদের তিন পেসারের (তাসকিন, শরিফুল ও মোস্তাফিজ) সঙ্গে সাকিব এবং সাইফউদ্দিন রয়েছে। শেখ মেহেদিও এই ফরম্যাটে ভালো বোলার। মিরাজকে নিয়ে অনেক কথা থাকতে পারে। আমি মিরাজকে এখানে একটু আনলাকি ভাববো। আমার শেষ কথা, নির্বাচকরা যে দল দিয়েছে সেটা ভারসাম্যপূর্ণ।’

নিয়মিত একাদশে খেলার সুযোগ না হওয়ায় লেগস্পিনার রিশাদ হোসেনকে শাইনপুকুরে দিয়েছে আবাহনী। সেখানে ব্যাটে-বলে বেশ ভালো করছেন এই লেগি।

রিশাদকে নিয়ে সুজন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি রিশাদকে নিয়ে বেশ খুশি। ঢাকা লিগে খুব ভালো পারফর্ম করছে। এই ধারাবাহিকতা যদি থাকে, খুব ভালোভাবেই বাংলাদেশকে ম্যাচ জেতাবে বলে বিশ্বাস করি।’

এআরবি/এমএমআর/জিকেএস