ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাবর আজম একাই যথেষ্ট: সহঅধিনায়ক ইস্যুতে পিসিবি চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:২৭ পিএম, ৩০ মে ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের ডেপুটি কে হবেন, গত কয়েকদিন ধরেই পাকিস্তান ক্রিকেটে তা নিয়ে জোর আলোচনা। শাহিন শাহ আফ্রিদিকে সহঅধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা নাকচ করে দিয়েছেন।

নতুন করে কারো নাম ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বললেন, বাবর আজম একাই যথেষ্ট, সহঅধিনায়ক প্রয়োজন নেই।

বর্তমানে লন্ডনে আছেন পিসিবি প্রধান। সেখানে পাকিস্তান হাই কমিশনের আয়োজনে জাতীয় দলের সম্মাননায় এক ডিনার পার্টির আয়োজন করা হয়। সে পার্টিতে গণমাধ্যমের সঙ্গে আলাপে এমন কথা বলেন নাকভি।

সামনে বিশ্বকাপ। এখন দলকে সমর্থন দেওয়া বেশি জরুরি উল্লেখ করে নাকভি বলেন, ‘এখন দলকে সমর্থন দেওয়ার সময়। আমি সবাইকে অনুরোধ করব, আগামী চার সপ্তাহ দলের সমালোচনা করা থেকে বিরত থাকুন।’

সহ-অধিনায়ক ইস্যুতে পিসিবি চেয়ারম্যানের বক্তব্য, ‘আমার মতে, বাবর আজম একাই যথেষ্ট। এই দলের সেরা কম্বিনেশন আছে এবং তারা অনেক সামর্থ্যবান।’

নাকভি যোগ করেন, ‘পাকিস্তান দলে দুর্দান্ত কিছু খেলোয়াড় এবং অসামান্য প্রতিভা আছে। আমি সবাইকে বলব, সমালোচনা বন্ধ করতে। একটি ম্যাচের পরই (আয়ারল্যান্ডের কাছে হার) পোস্টমর্টেম শুরু হয়ে গেছে। এটা ঠিক নয়। পুরো জাতির সমর্থনের দিকে তাকিয়ে আছে ছেলেরা। আমি আত্মবিশ্বাসী, এই দলই বিশ্বকাপ জিতবে।’

খেলোয়াড়দের সঙ্গে কী কথা হয়েছে? পিসিবি চেয়ারম্যান বললেন, ‘আমি খেলোয়াড়দের বলেছি, জয়-হারের চাপ না নিয়ে ম্যাচের দিকে ফোকাস রাখতে। সেরাটা দিতে। জয়-পরাজয় আল্লাহর হাতে। আমি দেখছি এই দলটি বিশ্বকাপে অনেকদূর যাবে।’

এমএমআর/জেআইএম