সৌদ শাকিল-রিজওয়ানের শতরানের জুটি, ২০০ পেরিয়ে পাকিস্তান
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের ৪৪ রানের জুটিকে আজ দ্বিতীয় দিনে ১০০ রানে নিয়ে ঠেকিয়েছেন দুই পাকিস্তানি ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। তাদের শতরানের জুটিতে দিনের প্রথম সেশনেই ২০০ রান পেরিয়েছে পাকিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫৯ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ২২৫ রান। সৌদি শাকিল ৭৪ আর রিজওয়ান ৭২ রানে অপরাজিত আছেন।
এর আগে প্রথম দিনে ৪ উইকেটে ১৫৮ রান করে পাকিস্তান। ফিফটি করে আউট হয়েছেন সাইম আইয়ুব (৫৬)।
ভেজা পিচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিচের সুবিধা কাজে লাগিয়ে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের পেসাররা। ১৬ রানের মধ্যে তারা তুলে নেন ৩টি উইকেট। যদিও পরে এই চাপ ধরে রাখা যায়নি।
ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হানেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ২ রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ হন আবদুল্লাহ শফিক। ৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।
এরপর জোড়া শিকার করেন আরেক পেসার শরিফুল ইসলাম। পাকিস্তান অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি। ১১ বলে ৬ রান করতেই প্যাভিলিয়নের পথ ধরেন শান মাসুদ।
ইনিংসের অষ্টম ওভারে ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবর আজমকে সাজঘরের পথ দেখান শরিফুল। ২ বল খেললেও কোনো রান করতে পারেননি পাকিস্তানের সেরা ব্যাটার। উইকেটরক্ষক লিটনের হাতে ধরা পড়েন তিনি।
এমএইচ/জিকেএস