ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পেমেন্ট ইস্যুতে ডেভিড মালান

টাকা না থাকলে দল কেনা উচিত নয়

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

এ মুহূর্তে বিপিএলের কোন দলকে নিয়ে হইচই নেই। কোন ক্রিকেটারও আলোচিত নন। সব ছাপিয়ে সব আলোচনা-সমালোচনা আর নিন্দার কেন্দ্রবিন্দু দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। তারা প্রতিশ্রুতি মোতাবেক অর্থের জোগান না দিয়ে বারবার আলোচনার কেন্দ্রে আসছেন।

মাঝে একবার পেমেন্ট না পেয়ে একদিন প্র্যাকটিস বন্ধ রেখেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। আবার গতকাল (রোববার) পেমেন্ট না পেয়ে বেঁকে বসেছিলেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। তারা মাঠেই আসেনি। ফলে কোন বিদেশি ক্রিকেটার ছাড়া মাঠে নেমে শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে হারিয়ে সাড়া জাগিয়েছে তাসকিন আহমেদের দল।

পেমেন্ট না পেয়ে বিদেশি ক্রিকেটারদের কেউ মাঠে নামেননি। এতে শুধু দুর্বার রাজশাহীর ইমেজই ক্ষুণ্ন হয়নি বা বদনাম হয়নি, দেশের ক্রিকেটেও একটা কালো দাগ লেগেছে। বিপিএলের সুনাম চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

রাজশাহীর হয়ে খেলতে আসা ভিনদেশি ক্রিকেটারদের কেউ এখনো অবশ্য তাদের ফ্র্যাঞ্চাইজিদের পেমেন্ট নিয়ে এমন টালবাহানা ও চরম অপেশাদার আচরণ নিয়ে মন্তব্য করেননি।

তবে ফরচুন বরিশালের ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান আজ সোমবার রাজশাহী ফ্র্যাঞ্চাইজিদের পেমেন্ট করতে না পারা নিয়ে মুখ খুলেছেন এবং বিষয়টি নিয়ে রীতিমত হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এক পর্যায়ে ডেভিড মালান বলে ফেলেছেন, ‘টাকা না থাকলে দল না কেনাই উত্তম।’

আজ খুলনা টাইগার্সের সাথে ম্যাচ জেতানো ফিফটি উপহার দিয়ে ম্যাচ সেরা হওয়ার পর প্রেস মিটে এসে ডেভিড মালান রাজশাহী ফ্র্যাঞ্চাইজিদের সমালোচনা করে বলেন, ‘ব্যাপারটা স্পর্শকাতর, যেহেতু আমি অন্য দলের ক্রিকেটার, তাই আমার জন্য এ সম্পর্কে কিছু বলা কঠিন। আমি এ ব্যাপার নিয়ে কোন মন্তব্য করতে চাই না। আমাদের কাজ হচ্ছে খেলা। আর মালিক পক্ষের কাজ পেমেন্ট দেয়া। আশা করছি এমন ঘটনা আর ঘটবে না। আমি সামনে তাকাতে চাই।’

রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে উদ্দেশ্য করে ডেভিড মালান বলেন, ‘আমার কথা হচ্ছে আপনার টাকা থাকবে আপনি পেমেন্ট দেবেন। যদি আপনার টাকা না থাকে, তাহলে আপনি টিম নেবেন না। এটাই চিরন্তন সত্য।’

তার দল ফরচুন বরিশাল মালিক পক্ষের প্রশংসা করে মালান বলেন, ‘আমি ওই ঘটনার অংশ না। আমি যে দলের হয়ে খেলছি সে দলের সব কিছু দারুন। আমাদের দলে এখন পর্যন্ত কোন সমস্যা নেই। আশা করছি সব ভালমতই শেষ হবে। আমার মনে হয় এ সব সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব।’

এআরবি/আইএইচএস/