ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইয়ংমেন্সের জয়ে চট্টগ্রাম আবাহনীর অবনমন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১০ মে ২০২৫

আগের দিন ঢাকা ওয়ান্ডারার্সের কাছে হারের পরই বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়ার শঙ্কা বড় হয়েছিল চট্টগ্রাম আবাহনীর। একদিন পরই শঙ্কা বাস্তবে পরিণত হলো, নিশ্চিত হয়েছে চট্টলার দলটির প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়া। পয়েন্ট টেবিলের এই সমীকরণ তৈরি হয়েছে শনিবার রহমতগঞ্জের বিপক্ষে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের জয়ে।

মুন্সিগঞ্জে ইয়ংমেন্স ২-১ গোলে জিতলে তাদের পয়েন্ট হয় ১৬। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনী বাকি চার ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১৫। প্রিমিয়ার লিগ থেকে নামবে দুই দল। চট্টগ্রাম আবাহনীর সঙ্গী হবে কোন দল, সেটাই এখন দেখার।

প্রথমবারের মতো প্রিমিয়ারে খেলা ফকিরেরপুল ইয়ংমেন্স ও ঢাকা ওয়ান্ডারার্সের একটিরই সেই শঙ্কা বেশি। ওয়ান্ডারার্স ১০ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। দুই দলই পরপর দুটি করে ম্যাচ জিতে প্রিমিয়ারে টিকে থাকার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে।

২০০৭ সালে প্রফেশনাল লিগ প্রবর্তনের বছর থেকে যে কয়টি ক্লাব নিয়মিত শীর্ষ লিগে খেলে আসছে তাদের অন্যতম চট্টগ্রাম আবাহনী। এর আগে একবার তারা অবনমন হয়ে আবার ফিরে এসেছিল। তবে টিকে থাকার ধারাবাহিকতা ধরে রাখতে পারলো না দেশের ফুটবলের অন্যতম পুরনো এই ক্লাবটি।

আরআই/আইএইচএস/