ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লেওয়ানডস্কির বয়কটের ঘোষণা, উল্টো পোল্যান্ড দলে খুশির জোয়ার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:১১ পিএম, ০৯ জুন ২০২৫

বার্সেলোনা তারকা রবার্ট লেওয়ানডস্কি জাতীয় দল পোল্যান্ডের হয়ে খেলার বিষয়ে বয়কটের ঘোষণা দিয়েছেন। কোচ মিখাউ প্রোবিয়েরজকে পরিবর্তন না করলে তিনি আর পোল্যান্ডের হয়ে খেলবেন না।

রবার্ট লেওয়ানডস্কি যখন এ ঘোষণা দিলেন, তখন পোল্যান্ডের অন্য ফুটবলাররা তাকে সমর্থন না জানিয়ে বরং উল্টো তাদের মধ্যে আরও খুশির জোয়ার বয়ে যাচ্ছে বলে জানিয়েছে গোল ডটকম। তারা লিখেছে, লেওয়ানডস্কির এই ঘোষণায় দলের অন্য ফুটবলাররা আনন্দিত। তারা একে সেলিব্রেট করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩৬ বছর বয়সী লেওয়ানডস্কি, যিনি পোল্যান্ডের হয়ে ১৫৮ ম্যাচে সর্বোচ্চ ৮৫টি গোল করেছেন। সম্প্রতি শারীরিক ও মানসিক ক্লান্তির কারণ দেখিয়ে মলদোভার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেননি। এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বে মঙ্গলবার ফিনল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশ নিচ্ছেন না। মূলতঃ গত মার্চে মাল্টার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর থেকেই ঝামেলার শুরু।

      আরও পড়ুন: কোচ না বদলালে পোল্যান্ডের হয়ে আর খেলবেন না লেওয়ানডস্কি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোচ প্রোবিয়েরজ তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে ইন্টার মিলানের মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কিকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করেন। এছাড়া লেওয়ানডস্কির পরিবর্তে তরুণ তারকা ইয়াকুব কামিনস্কি এবং নিকোলা জালেস্কির ওপরই নির্ভর করছেন বেশি। এসবই লেওয়ানডস্কিকে ক্ষুব্ধ করে তুলেছে বেশি।

লেওয়ানডস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘পরিস্থিতি এবং কোচের প্রতি আস্থার অভাবের কারণে আমি প্রোবিয়েরজ কোচ থাকা পর্যন্ত পোল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করি, ভবিষ্যতে আবারও বিশ্বের সেরা সমর্থকদের সামনে খেলার সুযোগ পাব।’

বিজ্ঞাপন

গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, লেওয়ানডস্কির এই সিদ্ধান্তকে দলের অনেক সতীর্থই স্বাগত জানিয়েছেন। দীর্ঘদিন ধরে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়া এই কিংবদন্তি স্ট্রাইকারের প্রতি সম্মান থাকলেও, তার এই ঘোষণার পর দলের অভ্যন্তরীণ অস্থিরতা কিছুটা কমবে বলে মনে করছেন তাদের অনেকে।

প্রোবিয়েরজ ২০২৩ সাল থেকে পোল্যান্ডের কোচের দায়িত্ব পালন করছেন। তার অধীনে দলটি এরইমধ্যে বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ ‘জি’-তে প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছে। তবে লেওয়ানডস্কির সঙ্গে তার সম্পর্কের অবনতি দলের ভবিষ্যৎ পরিকল্পনায় কি প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়।

লেওয়ারনডস্কি বার্সেলোনার হয়ে এই মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি ৫২ ম্যাচে ৪২টি গোল করেছেন এবং লা লিগা, কোপা ডেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিজ্ঞাপন

পোল্যান্ড ফুটবল এখন একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। লেওয়ানডস্কির এই সিদ্ধান্ত কিভাবে দলের গতিপথ নির্ধারণ করবে, তা দেখার জন্য ফুটবলপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন।

আইএইচএস/

বিজ্ঞাপন