ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আল নাসরে সাবেক সতীর্থকে পাচ্ছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২৪ জুন ২০২৫

ফুটবলের একটি মৌসুম শেষ হলো। আরেকটি মৌসুম শুরুর আগে চলছে প্রতিটি দলের পূনর্গঠনের পালা। ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া থেকে আফ্রিকা- প্রায় সব জায়গাতেই একই পরিস্থিতি। জমজমাট ফুটবলারদের দলবদলের বাজার। কাউকে অন্য দল থেকে রেকর্ড দামে কিনে আনা হচ্ছে, আবার কাউকে অফ ফর্মসহ নানা জটিলতার কারণে বিক্রি করে দেয়া হচ্ছে। আবার চলছে ফিফা ক্লাব বিশ্বকাপও।

এমন পরিস্থিতিতে নতুন সতীর্থকে পাওয়ার কথা শোনা যাচ্ছে রোনালদোর। সেই নতুন সতীর্থ আবার রোনালদোর পুরনো সতীর্থ। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রিয়াল মাদ্রিদ এবং ম্যানইউতে খেলেছেন।

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। ফুটবলের দলবদলের বাজারে এখন বড় গুঞ্জন ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে। ম্যানইউর সঙ্গে আরও এক বছরের চুক্তি বাকি থাকলেও ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবটি চাচ্ছে, সপ্তাহে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড পারিশ্রমিকের বোঝা তাদের ঘাড় থেকে নামিয়ে আনতে।

কারণ, ২০২২ সালে রিয়াল থেকে ম্যানইউতে যোগ দেয়ার পর ফর্ম নিয়ে বেশ সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। এ কারণে ম্যানইউও চাচ্ছে তাকে ছেড়ে দিতে। তবে, সম্প্রতি কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে ডাক পেয়ে কিছুটা উজ্জীবিত ক্যাসেমিরো। ফলে কিছুটা হলেও বাজার দর বেড়েছে তার।

অন্যদিকে সৌদি ক্লাব আল নাসর পেতে চায় ব্রাজিলিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। ইএসপিএন জানিয়েছে, আল নাসর অনেকটাই এগিয়ে গেছে ক্যাসেমিরোকে নিয়ে ম্যানইউর সঙ্গে চুক্তি করতে। তেমনটা হলে আল নাসরেই আবার রোনালদোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন ক্যাসেমিরো।

আইএইচএস/