বিক্রি শুরু ১৮ জুলাই
যেভাবে পাবেন আফঈদাদের অস্ট্রেলিয়ায় খেলা দেখার টিকিট
বাংলাদেশ নারী ফুটবল দল আগামী বছর ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ খেলবে। খেলা হবে অস্ট্রেলিয়ার তিন শহর সিডনি, গোল্ডকোস্ট ও পার্থে। মাঠে বসে বাংলাদেশের মেয়েদের খেলা দেখতে অস্ট্রেলিয়া যেতে চান? আগামী ১৮ জুলাই শুরু হয়ে যাচ্ছে নারী এশিয়ান কাপের দর্শকদের জন্য ম্যাচ টিকিট বিক্রি।
দর্শকরা যাতে আগেভাগেই তাদের প্রত্যাশিত টিকিট নিশ্চিত করতে পারেন, তাই ৮ মাস আগে থেকেই টিকিট বিক্রি শুরু করছে টুর্নামেন্টের আয়োজক অস্ট্রেলিয়া।
দেশটি এশিয়ার সবচেয়ে বড় নারী ফুটবল আয়োজনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার থেকে শুরু হবে মাল্টিম্যাচ টিকিট। তবে এ দফায় টিকিটের জন্য আবেদন করতে পারবেন কেবল ভিসা কার্ডধারীরা। সাধারণ দর্শকদের টিকিট বিক্রি শুরু হবে ২৫ জুলাই। মাল্টিম্যাচ প্যাকেজের টিকিটের মূল্যসহ সম্পূর্ণ বিবরণী শীঘ্রই প্রকাশ করবে আয়োজকরা।
টিকিট কিনতে ব্যবহার করুন এই লিঙ্ক
১২ দেশ নিয়ে চূড়ান্ত পর্ব হবে। চূড়ান্ত পর্বের ড্র ২৯ জুলাই সিডনির আইকনিক টাউন হলে অনুষ্ঠিত হবে। বছরের শেষ দিকে দ্বিতীয় টিকিট বিক্রির বিস্তারিত প্রকাশ করবে অস্ট্রেলিয়া। সেই টিকিট হবে একক ম্যাচের।
আরআই/এমএইচ/জেআইএম