ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসির ‘দেহরক্ষী’কে দলে নেওয়ার প্রস্তুাব মিয়ামির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৮ জুলাই ২০২৫

আর্জেন্টিনা জাতীয় দলের ম্যাচে লিওনেল মেসির আশপাশে ঘুরঘুর করতে দেখা যায় রদ্রিগো ডি পলকে। প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড়কে মেসির কাছে ঘেষতে দেন না তিনি। মাঠের কীর্তি দেখে মনে হয়, আর্জেন্টিনার মাঝমাঠ নিয়ন্ত্রণে রাখার চেয়ে মেসির দেখভাল করাই যেন ডি পলের বড় দায়িত্ব।

মেসির গায়ে ছোটখাটো ধাক্কা লাগলেই কঠোর প্রতিবাদ করতে দেখা যায় ডি পলকে। প্রতিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে মুহূর্তেই তর্কে জড়িয়ে পড়েন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। যেন মেসির প্রশ্নে তিনি আপোষহীন। এজন্য অনেকেই ডি পলকে মেসির ‘দেহরক্ষী’ বলে মন্তব্য করেন।

ভক্তদের কাছ থেকে ‘মেসির দেহরক্ষী’ তকমা পাওয়া ডি পলকে এবার দলে নেওয়ার প্রস্তুাব দিয়েছে ইন্টার মিয়ামি। ইতিমধ্যেই দু’পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে ইএসপিএনের সূত্র নিশ্চিত করেছে।

মেজর লিগ সকার (এমএলএস) ক্লাবটির সহমালিক জর্জ মাস সম্প্রতি মাদ্রিদ সফর করেছেন। সেখানে ডি পলকে দলে ভেড়ানোর উদ্দেশ্যে দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়। যদিও স্প্যানিশ লা লিগার ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে আর্জেন্টাইন মিডফিল্ডারের।

তবে ডি পলকে দলে নিতে তিনটি ডেজিগনেটেড প্লেয়ার (ডিপি) স্পটের একটি খালি করতে হবে মিয়ামিকে। বর্তমানে এই জায়গাগুলো দখলে রয়েছে মেসি, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের।

সম্প্রতি আলবার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন আলবা। আর মেসি ও বুসকেটসের বর্তমান চুক্তি চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে।

সূত্রমতে, মেসির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে। দুই পক্ষই ২০২৫ সালের পরও সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী। তবে এখন পর্যন্ত বুসকেটসের সঙ্গে নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা শুরু হয়নি। অর্থাৎ ডি পলকে দলে জায়গা দিতে হলে ক্লাব ছাড়তে হবে বুসকেটসকে।

ইএসপিএনের সূত্র জানিয়েছে, অ্যাতলেতিকো এই গ্রীষ্মে ডি পলকে ছেড়ে দিতে প্রস্তুত, যদি তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে চুক্তি নবায়নে রাজি না হন। তবে কোচ দিয়েগো সিমিওনে ছাড়তে চান না ডি পলকে। কারণ আর্জেন্টাইন মিডফিল্ডারকে স্কোয়াডের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখেন তিনি।

সূত্র বলছে, ডি পলকে মিয়ামির প্রস্তুাবে রাজি করানোর পক্ষে সবচেয়ে ইতিবাচক ভূমিকা পালন করবে ক্লাবটিতে মেসির উপস্থিতি। যেহেতু জাতীয় দলেও তারা খুব ভালো বন্ধু। তবে আতলেতিকো যে ট্রান্সফার ফি দাবি করবে, প্রাথমিকভাবে তা মিয়ামির পক্ষে মেটানো সম্ভব নয় বলে মনে হচ্ছে।

ডি পল চলে গেলে অ্যাতলেতিকোকে একই ধরনের গুণসম্পন্ন একজন মিডফিল্ডার খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার জাভি গুয়েরা হতে পারেন অ্যাতলেতিকোর অন্যতম পছন্দ।

এমএইচ/জিকেএস