পেদ্রোকে মাটিতে ফেলে দিয়ে পিএসজি কোচ বললেন, ‘থামাতে গিয়েছিলাম’
ক্লাব বিশ্বকাপের ফাইনাল শেষে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ নিয়ে প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) কোচ লুইস এনরিক দাবি করেছেন, খেলোয়াড়দের থামাতেই তিনি সেখানে গিয়েছিলেন, যেন পরিস্থিতি আরও খারাপ না হয়। যদিও ভিডিও ফুটেজে দেখা গেছে, মুখে আঘাত করে চেলসির ফরোয়ার্ড হুয়াও পেদ্রোকে মাটিতে ফেলে দিয়েছেন তিনি।
গতকাল রোববার ক্লাব বিশ্বকাপে ফাইনালে পিএসজিকে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। ম্যাচ শেষে দুই দলের ফুটবলার ও কোচিং স্টাফরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ম্যাচের ৮৬ মিনিটে চেলসি ডিফেন্ডার মার্ক কুকুরেলার চুল টানার কারণে লাল কার্ড দেখানো হয় পিএসজির জোয়াও নেভেসকে। সে সময় খুব বেশি উত্তেজনা চোখে পড়েনি। তবে লাল কার্ড দেখা ও অপ্রত্যাশিত হারে পিএসজির ক্ষোভ প্রতিফলিত হয় ম্যাচ শেষে ফুটবলারদের আচরণে। শেষ বাঁশির পর সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল।
চেলসির পেদ্রো এবং পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা ও ডিফেন্ডার আশরাফ হাকিমি সংঘর্ষে জড়িয়ে পড়েন। সে সময় পিএসজি কোচ এনরিককে পেদ্রোর মুখে ধাক্কা দিতে দেখা যায়। তবে বার্সেলোনার সাবেক এই কোচ জানান, পরিস্থিতি শান্ত করতেই তিনি এগিয়ে গিয়েছিলেন।
The match is over… but the tempers aren’t
— DAZN Football (@DAZNFootball) July 13, 2025
Tensions were boiling after full-time.
GLOBAL HOME OF FOOTBALL | Live All Summer Long | https://t.co/i0K4eUtwwb | #FIFACWC #TakeItToTheWorld #CHEPSG pic.twitter.com/17yxSzsDF6
ম্যাচের পর এনরিক বলেন, ‘চাপে পড়ে নিজের অনুভূতি প্রকাশ করায় আমার কোনো সমস্যা নেই। এটা খুব চাপের মুহূর্ত ছিল আমাদের সবার জন্য। এটা এড়ানো প্রায় অসম্ভব। সবারই জড়িয়ে পড়া স্বাভাবিক। এটা আদর্শ কিছু নয়, তবে ম্যাচের চাপ থেকেই এমন হয়েছে। আমি চেলসি কোচকেও (এনজো মারেস্কা) দেখেছি, তাকেও ধাক্কা দিতে হয়েছে খেলোয়াড়দের আলাদা করতে। আমি জানি না সেই চাপটা কোথা থেকে এসেছিল।’
‘তবে এটা এমন এক পরিস্থিতি যা আমাদের সবাইকে এড়ানো উচিত। এটা বলাই বাহুল্য। আমার উদ্দেশ্য ছিল শুধু ফুটবলারদের আলাদা করা, যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়।’
চেলসির পেদ্রোও স্বীকার করেছেন, ম্যাচ শেষে কিছু খেলোয়াড় আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তবে বিষয়টিকে স্বাভাবিক বলেই দেখছেন এই ব্রাজিলিয়ান।
পেদ্রো বলেন, ‘আমি ওদের সম্পর্কে কিছু বলতে চাই না, কারণ এটা স্বাভাবিক। সবাই খেলাটা জিততে চায়, আর শেষ পর্যন্ত ওরা মেজাজ হারিয়ে ফেলেছিল। তবে এটা ফুটবল, এমন হয়। এখন আমরা উদযাপন করব, কারণ আমরা টুর্নামেন্ট জিতেছি। এর বেশি বলার দরকার নেই। কারণ আপনারা জানেন ফুটবলে কীভাবে সবকিছু চলে।’
WHAT IS HAPPENING!!!
— DAZN Football (@DAZNFootball) July 13, 2025
WHAT A FINISH BY JOÃO PEDRO. Its 3-0
Catch the @FIFACWC Final | July 13 | Free | https://t.co/i0K4eUtwwb | #FIFACWC #TakeItToTheWorld #CHEPSG pic.twitter.com/RlygImcV2O
এই পরাজয়ে চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে বিশ্ব শিরোপা যোগ করার সুযোগ হাতছাড়া করেছে পিএসজি। তবুও লুইস এনরিক মনে করেন, তারা পরাজিত নয়।
পিএসজি কোচ বলেন, ‘আমরা পরাজিত নই, আমরা রানার্স আপ। পরাজিত সেই, যে হাল ছেড়ে দেয়। এই উচ্চ পর্যায়ের খেলায় কোনো পরাজিত নেই।’
ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ায় লুইস এনরিক ও পিএসজি এখন কিছুটা বিরতিতে যাবে। আগামী ১৭ আগস্ট আবার মাঠে ফিরবে ঘরোয়া সর্বোচ্চ প্রতিযোগিতা লিগ ওয়ানের ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ক্লাবটি।
এমএইচ/