ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লা লিগায় খেলতে পারবে না বার্সা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:২২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৭

শেষ পর্যন্ত কী স্পেন থেকে বেরিয়ে যাবে কাতালুনিয়া? অক্টোবরের ১ তারিখ বিতর্কিত গণভোটের মাধ্যমে হয়ে যেতে পারে এমন কিছু। আর যদি সেটা হয় তবে বার্সেলোনা সমর্থকদের জন্য খুব সম্ভবত আরও একটি দু:সংবাদই অপেক্ষা করছে। না, দু:সংবাদটা এবার নেইমার-মেসির মত তারকাদের ঘিরে নয়। এবার বার্সার জন্য দুশ্চিন্তা হয়ে দেখা দিতে পারে, লা লিগাতেই খেলতে না পারার মত খবর!

লিগের প্রেসিডেন্ট জাভিয়ার টেবাস জানিয়েছেন, বিতর্কিত গণভোটে কাতালুনিয়া স্বাধীন হয়ে গেলে ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে বার্সেলোনার মত বড় ক্লাবের। একই পরিণতি হবে এস্প্যানিওল, জিরোনার মত ক্লাবগুলোরও।

কাতালুনিয়ার স্বাধীনতা বিরোধী টেবাস বলছেন, মানুষ যেমন ভাবছে, লা লিগার সঙ্গে এই ক্লাবগুলোর সম্পর্ক ধরে রাখা এতটা সহজ হবে না। তার মতে, লা লিগায় না থাকতে পারলে সবচেয়ে বেশি ক্ষতি হবে বার্সোলোনার মত বড় ক্লাবের। কেননা, এমন হলে টেলিভিশন স্বত্ব থেকে আয় অনেকটাই কমে যাবে তাদের। এছাড়া বড় খেলোয়াড়দেরও আর আকর্ষণ করতে পারবে না তারা।

রিয়াল মাদ্রিদের পক্ষ নেয়ার অভিযোগে আগে অনেকবার বার্সা সমর্থকদের বিরাগভাজন হওয়া টেবাস বলেছেন, ‘বার্সোলোনা কোথায় খেলবে, সেটা তাদের বেছে নেয়ার সুযোগ দেয়া হবে; এমন মন্তব্যে আমি বিস্মিত। পরিষ্কারভাবেই বলা উচিত, এটা হবে না। একটা ঐক্যমত্যে পৌঁছানো সহজ হবে না। স্প্যানিশ আইন-কানুন অবশ্যই দেখতে হবে।’

এমআর/আরআইপি

আরও পড়ুন