আর্জেন্টিনায় থাকতে ভয় পান মেসি
নিজের দেশ, কিন্তু আর্জেন্টিনায় থাকতে নাকি ভয় পান লিওনেল মেসি। স্পেনকে বসত-বাড়ি বানিয়ে ফেলা বার্সেলোনা তারকা জানালেন, ভবিষ্যতেও আর্জেন্টিনায় ফেরার সম্ভাবনা খুব কম। নিজের দেশে পরিবার নিয়ে থাকতে নিরাপদ বোধ করেন না তিনি।
প্রায় সারাটা জীবন তো বার্সেলোনায় কাটিয়ে দিলেন। শেষ সময়ে এসে মেসি নিজের দেশ আর্জেন্টিনায় ফিরবেন, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল ক'দিন আগেও। আর্জেন্টাইন দল নিওয়েলসের হয়ে খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন তিনি নিজেই।
কিন্তু দক্ষিণ আমেরিকার নিরাপত্তায় আশ্বস্ত হতে পারছেন না মেসি। দেশে ফেরার সম্ভাবনাও তাই আপাতত নেই বললেই চলে। মেসি বলেন, 'আমি অনেকবার বলেছি, নিওয়েলসের হয়ে খেলার স্বপ্নের কথা। তবে আমি জানি না, কি ঘটবে। সংশয়ের কারণ হলো, দেশের বর্তমান পরিস্থিতি।'
নিজের পরিবার-সন্তানাদি নিয়ে আর্জেন্টিনায় চলাফেরাকে মোটেই নিরাপদ মনে করছেন না মেসি। সেখানে খুন হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, 'আমার একটি পরিবার আছে। নিজের বাচ্চাদের কথা আগে ভাবতে হবে, পরে আমার কথা। আমি চাই, তারা শান্ত একটা জায়গায় বড় হোক। নিরাপদ জীবন উপভোগ করুক। আর্জেন্টিনায় কি দেখা যাচ্ছে; আপনি রাস্তায় বের হলেন, কেউ আপনাকে ছুরি বসিয়ে দিতে পারে। পারে মেরে ফেলতেও।'
এমএমআর/জেআইএম