ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

শেষ আটে আরামবাগ, হলুদ কার্ডে বিদায় সাইফের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:০০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

নাটকীয় ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় ম্যাচের পরপর চট্টগ্রাম আবাহনী মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে গেলেও খেলোয়াড়দের নিয়ে ডাগআউটের সামনে দাঁড়িয়েছিলেন আরামবাগের কোচ মারুফুল হক।

দুই মিনিট আগে গোল খেয়ে জয়বঞ্চিত হওয়ার হতাশা নিয়ে আরামবাগ কোচ অপেক্ষা করছিলেন বাফুফে থেকে খবর আসার। ততক্ষণে খবর আসতে শুরু-তিন ম্যাচে দুটি হলুদ কার্ড পেয়েছে সাইফ, আরামবাগের একটি। স্বাধীনতার বাইলজ বলছে কম হলুদ কার্ড পাওয়ায় আরামবাগ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে, সাইফের বিদায়।

তবে বাফুফে থেকে অফিসিয়াল খবরটি না পাওয়ায় কোনোভাবেই স্বস্তি পাচ্ছিলেন না মারুফুল হক। পাশে দাঁড়িয়ে অনেকের রসিকতা, হলুদ কার্ড আবার ওলট-পালট না হয়ে যায়। সে রসিকতা রসিকতাতেই থেকেছে। বাফুফের অফিসিয়ালরা জানিয়েছেন, দুই দলের পয়েন্ট ও গোলগড় সমান হওয়ায় হলুদ কার্ড পাওয়ার হিসেবে নির্ধারণ করা হয়েছে শেষ কোয়ার্টার ফাইনালিস্ট। আরামবাগ কোয়ার্টার ফাইনালে।

‘ডি’ গ্রুপের তিনটি ম্যাচ ড্র হওয়ায় এবং দুটি দলের পয়েন্ট ও গোল সমান হওয়ায় কার্ডই হয়ে উঠে ভাগ্য নির্ধারক। আরামবাগ কোয়ার্টার ফাইনাল খেলবে আবাহনীর সঙ্গে। চট্টগ্রাম আবাহনী সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে।

গ্রুপপর্ব শেষ হওয়ার পরদিনই শনিবার শুরু হয়ে যাচ্ছে কোয়ার্টার ফাইনাল। শনিবার বিকেলে ৪ টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শেখ জামাল ও ব্রাদার্স। পরের দিন একই সময় পুরোনো ঢাকার দুই ক্লাব ফরাশগঞ্জ ও রহমতগঞ্জ খেলবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল।

আরআই/এমএমআর/আইআই

আরও পড়ুন