ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তৃতীয় সন্তানের নাম জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

লিওনেল মেসি আর আন্তোনিও রোকোজ্জোর ঘরে নতুন অতিথি আসছে, সেটা জানা গিয়েছিল গত অক্টোবরেই। নতুন অতিথি যে ছেলে সন্তান, সেটাও জানা হয়েছিল আর্জেন্টাইন ফুটবল জাদুকরের ভক্তদের। তবে ছেলের নাম জানা যায়নি।

মঙ্গলবার সেই নামটিও প্রকাশ করে দিলেন লিওনেল মেসি। বার্সেলোনা সুপারস্টার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে তার স্ত্রী রোকাজ্জোর শুধু পেট দেখা যাচ্ছে। যার ওপরে লেখা ভাসছিল, 'বেবি সিরো'। বোঝাই যাচ্ছে, মেসির ঘরের নতুন অতিথির নাম ঠিক হয়ে গেছে, সিরো মেসি।

এর আগে ২০১২ সালের ২ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দেন রোকোজ্জো। যার নাম রাখা হয় থিয়াগো। তিন বছর পর ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জন্ম নেয় মেসির দ্বিতীয় ছেলে সন্তান মাতিও। এবার তৃতীয় সন্তানের নামটিও সবাইকে জানিয়ে দিলেন আর্জেন্টাইন খুদেরাজ, সেটাও বেশ চমকের সঙ্গে।

এমএমআর/আইআই

আরও পড়ুন