রিয়াল মাদ্রিদ সমর্থকদের স্বস্তি দিলেন রোনালদো
শনিবার কিয়েভে লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলে জিতে নিজেদের ১৩তম চ্যাম্পিয়নস লিগ জিতে নেয় রিয়াল মাদ্রিদ। শিরোপা জযের পরই বোমা ফাটান দলটির পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী দলবদলের মৌসুমে রিয়াল ছাড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তার এই ঘোষণার পরই কপালে চিন্তার ভাঁজ পড়ে রিয়াল মাদ্রিদ সমর্থকদের।
তবে মাদ্রিদের সিবেলেস স্কয়ারে ট্রফি নিয়ে উৎযাপন করার সময় সমর্থকদের রিয়ালে থাকার বিষয়ে আশ্বস্ত করেছেন রোনালদো। উদযাপনের এক সময় মাইক হাতে নিয়ে রোনালদো বলেন, ‘আমি পৃথিবীর সেরা ক্লাবটির হয়ে খেলতে পেরে বেশ গর্ববোধ করি। এখানেই খুব স্বাচ্ছন্দ্যবোধ করি এবং এই খেলয়াড়দের নিয়ে কোন কিছু না জেতা প্রায় অসম্ভব। সামনের বছর আবার দেখা হবে।’

মূলতঃ তার এই বক্তব্যের মাধ্যমেই সমর্থকরা চিন্তামুক্ত হলো। এর আগে সিবেলেস স্কয়ারে পৌঁছার আগে রাজকীয় সংবর্ধনা দেয়া হয় জিদানের শিষ্যদের। যার কেন্দ্রবিন্দু ছিলেন দলটির পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন সময়ে রোনালদোর এ বক্তব্য রিয়াল সমর্থক থেকে শুরু করে কর্মকর্তাদের মনেও স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে।
ডিকেটি/আইএইচএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ট্রাম্পের নীতির প্রভাব: ১৭০০০ টিকিটের আবেদন ফিরিয়ে নিল সমর্থকরা
- ২ মেক্সিকোয় যে বিলাসবহুল রিসোর্টে থাকবেন রোনালদো
- ৩ আইসিসি ‘না’ বলেনি, শ্রীলঙ্কায় খেলার সম্ভাবনা এখনো আছে বাংলাদেশের
- ৪ অনিশ্চয়তায় সেনেগাল ও আইভরি কোস্টের বিশ্বকাপ সমর্থকরা
- ৫ আর্থিক সংকটে থাকা বিশ্বকাপজয়ী পেসারকে ৫ লাখ টাকা দিলো বিসিবি