‘মেসি আগে দলের জন্য খেলত, এখন নিজের জন্য খেলে’
চলতি মাসের শুরুতেও তৃতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর ছিল বার্সেলোনা। কিন্তু লিভারপুলের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে সেই স্বপ্নে বড় রকমের ধাক্কা খায় দলটি। এরপর গত শনিবার ভ্যালেন্সিয়ার কাছে হেরে কোপা দেল রে'র শিরোপাও খুইয়েছে মেসিবাহিনী। আপাতত তাই এক লিগ শিরোপা নিয়েই খুশি থাকতে হচ্ছে কাতালান ক্লাবটিকে।
এদিকে ভ্যালেন্সিয়ার কাছে হারের পর বার্সা অধিনায়ক লিওলেন মেসির সমালোচনা করতে দেখা গেল তারই স্বদেশী কিংবদন্তি ফুটবলার মারিও কেম্পেসকে। ১৯৭৮ বিশ্বকাপজয়ী এই ফুটবলার মনে করেন, 'মেসি এখন অনেক স্বার্থপর হয়ে গেছে, যে শুধু নিজের জন্য ফুটবল খেলে।'
মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর উদাহরণ টেনে কেম্পেস বলেন, 'মেসি আগে দলের জন্য খেলত কিন্তু এখন তা শুধুই নিজের জন্য। এটা আরও বাড়বে। আমার মতে রোনালদো নিজের জন্য খেলে না। ও সব সময় দলের কথা ভাবে।'
এরপর অনেকটা 'জুতা মেরে গরু দান' এর মতো ৬২ বছর বয়সী কেম্পেস বলেন, 'আপনি যদি আমার কাছে জানতে চান আমি কার পাশে ফুটবল খেলতে পছন্দ করবো, অবশ্যই আমি মেসির নাম নেবো। কারণ ইতোমধ্যেই আমি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে খেলে ফেলেছি।'
এরপর মেসিকে করা সমালোচনা নিয়ে তিনি বলেন, 'আমি আপনাদের আরও একটি কথা জানাচ্ছি। আমরা আর্জেন্টাইনরা মেসির সমালোচনা করি, কারণ আমরা নিজেদের সমালোচনার ব্যাপারে বেশ বিশেষজ্ঞ!'
এসএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের বোর্ডে মাত্র ১২১
- ২ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার অধিনায়ক পরিবর্তন, কিন্তু কেন?
- ৩ হেডের দুর্দান্ত শতকে ম্যাচের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার
- ৪ নিউজিল্যান্ডের ৫৭৫ রানের পাহাড়, শক্ত জবাব ওয়েস্ট ইন্ডিজের
- ৫ বাংলাদেশ-পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা সেমিফাইনাল মাঠে গড়াতে দেরি