ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পিন্টু-কানন-ডানাসহ মনোনয়নপত্র নিলেন ১০ জন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:০২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সাবেক তারকা ফুটবলার ছাইদ হাছান কানন ও সাবেক ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানাসহ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ১০ জন স্থায়ী সদস্য ক্লাবের পরিচালক পদে নির্বাচন করতে মনোনয়নপত্র ক্রয় করেছেন।

বুধবার ছিল নির্বাচনের মনোয়নপত্র বিক্রির প্রথম দিন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন কমিশন এই ১০টি মনোনয়নপত্র বিক্রি করেছে।

এই তিন তারকা খেলোয়াড় ছাড়াও প্রথম দিন মনোনায়নপত্র কিনেছেন ক্লাবের সাবেক পরিচালক সাজেদ এ এ আদেল, বর্তমান পরিচালক সারওয়ার হোসেন, হানিফ ভূঁইয়া, আবদুর রব মাহবুব, আবু হাসান চৌধুরী প্রিন্স এবং দুই নতুন সদস্য তরফদার মোহাম্মদ রুহুল আমিন ও মাসুদুজ্জামান।

প্রথম দিন মনোনয়নপত্র ক্রয় করা ১০ জনের মধ্যে ৫ জন বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য। তারা হলেন- জাকারিয়া পিন্টু, কামরুন নাহার ডানা, হানিফ ভূঁইয়া, সারওয়ার হোসেন ও আবদুর রব মাহবু্ব।

বৃহস্পতিবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় ও শেষ দিনের মনোনয়নপত্র বিক্রি করা হবে। ক্লাবের পরিচালনা পর্ষদের ১টি সভাপতি ও ১৬টি পরিচালক পদের জন্য হবে নির্বাচন।

আগামী ৬ মার্চ হোটেল লা মেরিডিয়ানে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে ভোট। মোহামেডানের এই নির্বাচনে ভোটার ৩৩৭ জন। ১ মার্চের মধ্যে জমা দিতে হবে এসব মনোনয়নপত্র এবং ৩ তারিখ হবে বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের প্রক্রিয়া। ৪ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

প্রথম দিন যারা মনোনয়নপত্র ক্রয় করেছেন
১. জাকারিয়া পিন্টু
২. মাসুদুজ্জামান
৩. হানিফ ভূঁইয়া
৪. তরফদার মোহাম্মদ রুহুল আমিন
৫. আবু হাসান চৌধুরী প্রিন্স
৬. সাজেদ এএ আদেল
৭. কামরুন নাহার ডানা
৮. ছাইদ হাছান কানন
৯. সারওয়ার হোসেন
১০. আবদুর রব মাহবুব

আরআই/এসএএস/এএসএম