ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

জামাল ভূঁইয়ার লাথি কেলেঙ্কারি যাচ্ছে ‘ফরেনসিক ইনভেস্টিগেশনে’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২

ম্যাচ শেষে রেফারিকে লাথি মারার অভিযোগ করে বাফুফেকে যে রিপোর্ট দিয়েছিলেন রেফারি ও ম্যাচ কমিশনার তার প্রমাণ পাওয়া যায়নি বাফুফের ডিসিপ্লিনারি কমিটির তদন্তে। যে কারণে বিষয়টি ফরেনসিক ইনভেস্টিগেশনের সুপারিশ করেছে ডিসিপ্লিনারি কমিটি।

বুধবার ডিসিপ্লিনারি কমিটির সভা শেষে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘জামাল ভূঁইয়ার বিপক্ষে রেফারিকে লাথি মারার অভিযোগের বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে আলোচনা করেছে কমিটি। এ বিষয়ে কোন প্রমাণ পাওয়া যায়নি। বিষয়গুলো ম্যাচ কমিশনার ও রেফারির রিপোর্টে এসেছে। তাই এটাকে বাফুফের পক্ষ থেকে ফরেনসিক ইনভেস্টিগেশন করা হবে যথাযথ কৃর্তৃপক্ষের মাধ্যমে। সেই রিপোর্ট পাওয়ার পর বিষয়টা পূরণায় ডিসিপ্লিানরি কমিটির সভায় দেওয়া হবে। সেই রিপোর্টের ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নেবে।'

১৩ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচের পর রেফারি ও সহকারি-রেফারিদের নাজেহাল করেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা। রেফারি ও ম্যাচ কমিশনার রিপোর্টে উল্লেখ করেছেন তখন জামাল ভূঁইয়া রেফারিকে লাথি মেরেছিলেন।

যদিও রেফারি সরে যাওয়ার লাথি লাগে সহকারী রেফারির গায়ে। এই অভিযোগের ভিত্তিতেই বুধবার সভায় বসেছিলে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

ম্যাচে শেখ রাসেল জিতেছিল বিতর্কিত পেনাল্টি গোলে। তাই ম্যাচের পর সাইফ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের রোষানলে পড়েছিলেন রেফারি ও সহকারি রেফারিরা।

জামাল ভূঁইয়া অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমি লাথি মারলে রেফারি লাল কার্ড দেখালেন না কেন?’

ওইদিন রেফারিকে সাইফের খেলোয়াড় ও কর্মকর্তারা যে নাজেহাল করেছেন সে জন্য ক্লাবকে ৫০ হাজার টাকা ও ক্লাবের ইভেন্ট ম্যানেজারকে ২৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।

আরআই/আইএইচএস/জেআইএম