ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

তিনটি গরু কোরবানি দেবেন জামাল ভূঁইয়া, ঈদ করবেন কিশোরগঞ্জে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৬ জুলাই ২০২২

‘তাড়াতাড়ি। ঈদ এসেছে, বেশি বেশি খেতে হবে’-মঙ্গলবার রাতে জামাল ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এমন ক্যাপশনসহ একটি গরুর ছবি দেখা যায়। তাতে সবাই ধরে নিয়েছিলেন, কোরবানির জন্য বোধ হয় এই গরুটিই কিনেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

তবে তার সঙ্গে কথা বলে জানা গেল ভিন্ন তথ্য। জাগো নিউজকে জামাল ভূঁইয়া জানিয়েছেন, ফেসবুকে আপলোড করা ছবিটি বেশ পুরোনো। আসন্ন ঈদ উপলক্ষে এখনও গরু কেনা হয়নি তার।

তবে তিনটি গরু কেনার জন্য নিজের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে এর মধ্যে টাকা পাঠিয়ে দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক। তিনি নিজেও কিশোরগঞ্জেই ঈদ পালন করবেন। ৯ জুলাই অর্থাৎ ঈদের আগের দিন বাড়ি যাবেন জামাল।

গত জুনে এশিয়া কাপ বাছাইয়ে খেলতে জামাল ভূঁইয়ার নেতৃত্বে মালয়েশিয়া সফর করেছিল বাংলাদেশ ফুটবল দল। সেখানে একদমই ভালো করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচেই হেরে বিদায় নেয় বাছাইপর্ব থেকে।

মালয়েশিয়া থেকে ফিরে ঘরোয়া ফুটবলে ব্যস্ত সময় কাটাচ্ছেন জামাল। প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলছেন তিনি। আপাতত চলছে ঈদ-উল-আজহার ছুটি।

আরআই/এমএমআর/জেআইএম