ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রিমিয়ার লিগ খেলতে পারবে আজমপুর ফুটবল ক্লাব

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:১৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২২

পাতানো খেলার অভিযোগে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের উত্তরার আজমপুর ফুটবল ক্লাবকে রানার্সআপ ঘোষণা করা স্থগিত রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ কমিটি। কারণ, অভিযোগটি ছিল তদন্তাধীন।

তবে ক্লাবটি পাতানো ম্যাচ খেলার অভিযোগ থেকে মুক্তি পেয়েছে। বাফুফের পাতানো ম্যাচ সনাক্তকরণ কমিটি আজমপুর ফুটবল ক্লাবের বিপক্ষে সুনির্দিষ্ট কোন অভিযোগ পায়নি। যে কারণে, বৃহস্পতিবার অনুষ্ঠিত বাফুফের ডিসিপ্লিনারি কমিটি আজমপুর ফুটবল ক্লাবের বিপক্ষে ওঠা পাতানো খেলার অভিযোগ আমলে আনেনি।

পাতানো খেলার অভিযোগ থেকে মুক্ত হওয়ার পর আজমপুর ফুটবল ক্লাব পয়েন্ট টেবিল অনুযায়ী বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের রানার্সআপ দল। চ্যাম্পিয়নশিপ লিগ চ্যাম্পিয়ন হয়েছে ফর্টিস ফুটবল ক্লাব। দলটি বাফুফের শর্ত পূরণ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার প্রস্তুতি নিচ্ছে।

তাহলে কি আজমপুর ফুটবল ক্লাব প্রিমিয়ার লিগে খেলতে পারবে? এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, 'আজমপুর ফুটবল ক্লাব এখন পর্যন্ত রয়েছে। তারা যদি ক্লাব লাইসেন্সিং করে তাহলে তারা প্রিমিয়ার লিগে খেলতে পারবে।'

আরআই/আইএইচএস