চলে এসেছেন সর্বোচ্চ গোলদাতা দিয়াবাতে
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে আসন্ন মৌসুমেও খেলবেন মোহামেডানে। সে লক্ষ্যে শনিবার ভোরেই দেশে চলে এসেছেন তিনি। প্রিমিয়ার লিগ শেষে দেশে যাওয়ার সময়ই তিনি নতুন মৌসুমের জন্য মোহামেডানের সঙ্গে চুক্তি করে গেছেন।
একাধিক ক্লাব থেকে সোলেমান দিয়াবাতেকে পাওয়ার আগ্রহ দেখালেও তিনি থেকে গেছেন মোহামেডানেই। এ নিয়ে টানা চার মৌসুম সাদাকালো জার্সিতে খেলবেন ৩১ বছরের মালির এই ফরোয়ার্ড।
মোহামেডান গতবারের খেলা বিদেশিদের মধ্যে কেবল সোলেমানকেই রেখেছে। বাকি চারজনই নতুন। এর মধ্যে একজন ভেনেজুয়েলার, একজন ইরানের শাহ মাকভান্দ জাদেহ, একজন উজবেকিস্তানের মুজাফফরভ এবং একজন ব্রাজিলের।
সোলেমান দিয়াবাতে গত মৌসুমে ২১ গোল করে জিতে নিয়েছেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ গোল করেছেন চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাঙ্কগড।
মোহামেডান এবার বিদেশি ট্রেনারও এনেছে। বসনিয়ার একজন ট্রেনার রোববার সকালেই ঢাকায় এসে পৌঁছেছেন। নতুন মৌসুমের জন্য মোহামেডান এরই মধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে। ৬ অক্টোবর থেকে অনুশীলনে নেমে পড়েছে এখনও প্রিমিয়ার লিগের শিরোপা জিততে না পারা মোহামেডান।
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন আগামী ১৫ বা ১৬ অক্টোবরের মধ্যে তাদের সব বিদেশি খেলোয়াড় চলে আসবেন।
আরআই/এসএএস/জেআইএম